‘মহাকুম্ভে জলের নিচে পচা মৃতদেহ!’, পুণ্যস্নান নিয়ে বিস্ফোরক জয়া বচ্চন
মহাকুম্ভে পুণ্যস্নানে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় এবার উত্তর প্রদেশ সরকারকে একহাত নিলেন বলিউড অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন।

মহাকুম্ভে পুণ্যস্নানে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় এবার উত্তর প্রদেশ সরকারকে একহাত নিলেন বলিউড অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। তাঁর কথায়, যে স্নান নিয়ে গোটা বিশ্বজুড়ে আলোড়ন। সেই গঙ্গার জলই দূষিত!গত মৌনী অমাবস্যায় পুণ্যস্নানের জন্য কুম্ভ সঙ্গমে ভিড় জমায় কোটি কোটি পুণ্যার্থী। ঘটনার দিন রাত ১২টা পর্যন্ত সবই ঠিক ছিল। বিপত্তি ঘটে ঠিক দেড়টা নাগাদ। আচমকা ব্যারিকেড টপকে সঙ্গমের দিকে ছুটে আসে কোটি কোটি পুণ্যার্থী। আর সেই হুড়োহুড়িতেই পদপিষ্ট হয় বেশ কয়েকজন।
প্রাথমিকভাবে প্রশাসন জানায়, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। আহত ১৫ জন। কিন্তু বেলা গড়াতেই বাড়ে সংখ্যা। সন্ধ্যায় এক বিবৃতি প্রকাশ করে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন দাবি করে, দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গিয়েছে ৩০ জনের। আহত কমপক্ষে ৬০ জন।
এই খবরটিও পড়ুন




বুধবার এই ঘটনার উল্লেখ করেই সংবাদমাধ্যমে জয়া বচ্চন বলেন, ”উত্তর প্রদেশ সরকার শুধুমাত্র মহাকুম্ভে রেকর্ড সংখ্যক ভিড় নিয়ে কথা বলছে। দারুণ ব্যবস্থাপনা নিয়ে কথা বলছে। সঙ্গে পুণ্যার্থীদের মৃত্যুকে নিয়ে ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধেও কথা বলছে। কিন্তু আসল সমস্যা নিয়ে একেবারেই চুপ। এখন গোটা দেশে সবচেয়ে দূষিত জলাশয়ই হল মহাকুম্ভ। মরদেহ গুলো জলে ভাসানো হল, তাতে তো জল দূষিত হল। সেই জলই তো সারা প্রয়াগরাজে ছড়িয়ে পড়ছে। সেই নিয়ে কোনও সাফাই দিচ্ছে না সরকার। নিজেরাই সমস্য়ার জন্ম দিচ্ছে, নিজেরাই প্রশ্ন তুলছে।”
যোগী সরকারকে খোঁচা দিয়ে এদিন জয়া আরও বলেন, ”মহাকুম্ভে ভিআইপিরা গিয়ে স্নান করছেন। বিশেষ সুবিধা পাচ্ছেন। ছবি-ভিডিও তুলছেন, সেই ছবি, ভিডিওই সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কীভাবে মহাকুম্ভে অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেটা তো সামনেই আসছে না। এমনকী, দর্শনার্থীর সংখ্যাও যেটা সরকার বলছে, সেটাও মিথ্যা। সংবাদমাধ্যমকে অনুরোধ, সাধারণের কাছে সত্যিটা সামনে আনুন।”
#WATCH | Delhi: Samajwadi Party MP Jaya Bachchan says, “… Where is the water most contaminated right now? It’s in Kumbh. Bodies (of those who died in the stampede) have been thrown in the river because of which the water has been contaminated… The real issues are not being… pic.twitter.com/9EWM2OUCJj
— ANI (@ANI) February 3, 2025





