শুটিং করতে গিয়ে আহত হলেন জন আব্রাহাম!
বেনারসে ‘সত্যমেব জয়তে ২’-এর শুটিং করছিলেন জন আব্রাহাম। একটি অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে আহত হন তিনি। আঙুলে চোট পেয়েছেন অভিনেতা।
বেনারসে ‘সত্যমেব জয়তে ২’–এর শুটিং করছিলেন জন আব্রাহাম (John Abraham)। একটি অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে আহত হন তিনি। আঙুলে চোট পেয়েছেন অভিনেতা। সঙ্গে সঙ্গেই বেনারসের একটি লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আঘাত খুব একটা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় তাঁকে।
বেনারসের চেত সিং ফোর্টে শুটিং হচ্ছিল।দিন চারেকের শুটিং ছিল সেখানে। তার মধ্যেই এই বিপত্তি। জন আব্রাহামের হাসপাতালের ভর্তির খবর হু হু করে ছড়িয়ে পড়ে। প্রচুর লোক অভিনেতাকে একটিবার চোখের দেখা দেখবার জন্য হাসপাতালের সামনে ভিড় জমায়। অভিনেতা এখন ভাল আছেন। শুটিংও শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন :ক্রিসমাস সেলিব্রেশনে কী করলেন সইফ-করিনা?
জন আব্রাহাম ছাড়াও ‘সত্যমেব জয়তে ২’ তে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী, অনুপ সোনি, হর্ষ ছায়া, দিব্যা খোসলা এবং আরও অনেকে। ছবিটি পরিচালনা করছেন মিলাপ জাভেরি। প্রযোজনা করছেন ভূষণ কুমার, কৃশান কুমার এবং নিখিল আদবানি।‘সত্যমেব জয়তে’ রিলিজ করেছিল ২০১৮তে। এই ছবিরই সিক্যুয়েল ‘সত্যমেব জয়তে ২’। লখনউতে ছবির শুটিং শুরু হয়েছিল। বেনারসে এসে শেষ হল। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের বছর ছবিটি রিলিজ করবে।