Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সইফ হাসপাতালে, ক্যামেরা দেখেই করিনার ছুট, ‘কেন এত লুকোচুরি’?

Saif Ali Khan: বহুদিনের দাম্পত্য করিনা ও সইফের। গত মাসে করণ জোহরের টক শো 'কফি উইদ করণ'-এ হাজির হয়ে করিনাকে নিয়ে মুখ খুলেছিলেন সইফ।

সইফ হাসপাতালে, ক্যামেরা দেখেই করিনার ছুট, 'কেন এত লুকোচুরি'?
সইফ-করিনা।
Follow Us:
| Updated on: Jan 23, 2024 | 1:36 PM

সোমবার সন্ধেবেলাতেই এসেছিল খবরটা। সইফ আলি খান ভর্তি হয়েছেন হাসপাতালে। কী হয়েছে তাঁর? তা জানতে উদগ্রীব ছিলেন সকলেই। রাত গড়াতেই করিনা কাপুরকে হাসপাতাল থেকে বের হতে দেখেই একগুচ্ছ প্রশ্ন নিয়ে হাজিরও হয়েছিল পাপারাৎজি। কিন্তু করিনা যা করলেন, তা দেখে বেজায় চিন্তিত হয়ে পড়েন সাধারণ। উত্তর তো দিলেনই না, বরং মুখ ঘুরিয়ে চলে যেতে দেখা গেল তাঁকে। কী হয়েছে তাঁর? কেন প্রশ্ন এড়ালেন করিনা?

জানা গিয়েছে, কিছু দিন আগেই এক শুটিং করতে গিয়ে পায়ে চোট পান সইফ আলি খান। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। তবে এখন তিনি ভাল আছেন, দ্রুত সুস্থতার দিকে এগচ্ছেন। এ নিয়ে করিনা চুপ থাকলেও মুখ খুলেছেন সইফ। তিনি বলেন, “এই ব্যথা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এত ভাল ভাল মানুষ আমার সার্জারি করেছেন সে কারণে ধন্যবাদ। সবাইকে এত ভালবাসার জন্যও অনেক অনেক শুভেচ্ছা।” খুশির খবর এ দিন সকালে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে তাঁকে। এখন থাকতে হবে বিশ্রামে।

বহুদিনের দাম্পত্য করিনা ও সইফের। গত মাসে করণ জোহরের টক শো ‘কফি উইদ করণ’-এ হাজির হয়ে করিনাকে নিয়ে মুখ খুলেছিলেন সইফ। স্ত্রীর একগুচ্ছ প্রশংসা করে তিনি বলেছিলেন, “ও আমায় সময়জ্ঞান, শরীরচর্চা, নিয়মানুবর্তিতা শিখিয়েছে”। খুব শীঘ্রই তেলুগু ছবি ‘দেবারা’তে দেখা যাবে সইফকে। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন জাহ্নবী কাপুর ও জুনিয়র এনটিআর।

View this post on Instagram

A post shared by Zoom TV (@zoomtv)