‘চা, চাট এবং চ্যাট’, অমৃতার জন্মদিনে হাজির বলিউডের ‘গার্লস গ্যাং’
মুম্বইয়ের বাড়িতে বসেছিল চাঁদের হাট। কী হল সেখানে?
রবিবার ৪৩ বছর পূর্ণ করলেন অভিনেত্রী অমৃতা অরোরা। সেই উপলক্ষেই তাঁর মুম্বইয়ের বাড়িতে বসেছিল চাঁদের হাট। দিদি মালাইকা অরোরা, বন্ধু করিনা কাপুর খানও তো ছিলেনই, এ ছাড়াও হাজির হয়েছিলেন তাঁদের গোটা ‘গ্যাং’ও।
জমিয়ে হয়েছে পার্টি। শুধু করিনা অথবা মালাইকাই নন, হাজির ছিলেন বিজনেস টাইকুন নাতাশা পুনাওয়ালা, মাহিপ কাপুর এবং সীমা খানও। দেখা গেল মালাইকা এবং তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খানের ছেলে আরহান খানকেও। ওভারসাইজড শার্টে যখন ফ্যাশন স্টেটমেন্ট বজায় রেখেছিলেন মালাইকা ঠিক তখনই করিনাকে পরতে দেখা গেল লং ম্যাক্সি ড্রেস। এই মাসেই মা হবেন তিনি। কার্যতই স্পষ্ট দেখা যাচ্ছিল তাঁর বেবি বাম্প। সেই পার্টিরই ছবি শেয়ার করে মালাইকা লেখেন, “বার্থডে গার্লের সঙ্গে…চা, চাট এবং চ্যাট”।
View this post on Instagram
রবিবার সকালেই ‘বেস্টফ্রেন্ড’ অমৃতার জন্য একটি ইনস্টা পোস্ট করেছিলেন বেবো। তিনি লেখেন, “ছবি সব কিছু বলে দেয়। যে মুহূর্তে তুমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছ এবং পড়ে যাচ্ছ ঠিক সেই মুহূর্তেই আমি পাপারাৎজির জন্য পাউট করছি। তুমি জান, তুমি আমার সোনার মেয়ে। আমার সোল সিস্টার। আমার বেস্ট ফ্রেন্ড। ” করিশ্মাও জন্মদিনে মিষ্টি উইশ করেছিলেন অমৃতাকে। প্রিয় ‘অমোলা’কে জন্মদিনে শুভেচ্ছা জানাতে মোটেও ভোলেননি তিনি। বোনের জন্মদিন আর মালাইকা উইশ করবেন না তা কী করে হয়? সারাজীবন বোনের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মালাইকা লেখেন, “এ ভাবেই যেন সবসময় হাসি-কান্না ঝগড়ায় একসঙ্গে থাকতে পারি। অনেক ভালবাসা ছোট্ট বোন। শুভ জন্মদিন…।”
View this post on Instagram