লাইট ক্যামেরা অ্যাকশন: কলকাতায় শুরু হল মাদার টেরিজার বায়োপিক
শ্যামপুকুর, বেলেঘাটা, নারকেল ডাঙা, গিরিশ পার্ক, নর্থ পোর্ট, নিউ মার্কেটে, বনমালি সরকার স্ট্রিট, হাতিবাগান, এসপ্ল্যানেড, লোহিয়া মাতৃ সেবা সদন হাসপাতাল চত্বরের মতো একাধিক জায়গায় হবে ‘কবিতা অ্যান্ড টেরেসা’র শুটিং
শেষ কবে ইংরেজি ছবি এ শহরে শুট হয়েছে, ঠাহর করা যাবে না। তবে করোনা আবহকে খানিক দূরে সরিয়ে শহর এবং শহরতলিতে শুরু হল এক বিরাট মাপের ইংরেজি ছবির শুটিং। ছবির নাম- ‘কবিতা অ্যান্ড টেরেসা’ (Kavita & Teresa)। নাম শুনে যা বুঝতে পারছেন তা একেবারে ঠিক। মাদার টেরেসার জীবনকাহিনি ফুটে উঠবে পর্দায়। তিন দেশের চার প্রযোজনা সংস্থা। লেস দু লোটাস, জারিয়া ফাউন্ডেশন (সুইজারল্যান্ড), কারি ওয়েস্টার্ন মুভিজ (ভারত) এবং কবিতা অ্যান্ড টেরেসা ফিল্ম (ব্রিটেন) যৌথ প্রয়াসে তৈরি এ ছবি।
আরও পড়ুন ক্রিসমাস সেলিব্রেশন হবে গোয়ায়, সপরিবারে প্লেনে চাপলেন শিল্পা
মাদারকে নিয়ে ছবি যখন ‘সিটি অফ জয়’ যে গুরুত্বপূর্ণ এক লোকেশন তা নিয়ে কোনও সন্দেহ থাকা উচিৎ নয়। কারণ মাদার টেরেসা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় কাটিয়েছেন এই শহরে। ‘কবিতা অ্যান্ড টেরেসা’র পরিচালক কমল মুসাল। ছবিতে রয়েছেন জ্যাকলিন ফ্রিতসাচি করনাজ, ‘অক্টোবর’ খ্যাত বণিতা সান্ধু ও বলিউড অভিনেত্রী দীপ্তি নাভাল।
আরও পড়ুন লোকে ভাবে আমরা হোর্ডিং লাগাই
জ্যাকলিনকে এই ছবিতে মাদারের ভূমিকায় দেখা যাবে। গোটা ডিসেম্বর মাস জুড়ে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় চলবে শুটিং। তাঁর হাতে গড়া হাসপাতাল, হোম এখনও হতদরিদ্রমানুষের আশ্রয়।
আজ সোমবার, ২১ ডিসেম্বর ছবির শুটিং ইউনিট পেয়েছে ছুটি। তবে গতকাল ছিল সাদ্দার স্ট্রিট এবং নিউ মার্কেটে হয়েছে শুটিং। আগামীকাল শুটিং হবে কোলে ব্যারাক, কবি সুকান্ত সরণীতে।
সূত্রের খবর, শ্যামপুকুর, বেলেঘাটা, নারকেল ডাঙা, গিরিশ পার্ক, নর্থ পোর্ট, নিউ মার্কেটে, বনমালি সরকার স্ট্রিট, হাতিবাগান, এসপ্ল্যানেড, লোহিয়া মাতৃ সেবা সদন হাসপাতাল চত্বরের মতো একাধিক জায়গায় হবে ‘কবিতা অ্যান্ড টেরেসা’র শুটিং। জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত চলবে ছবির শুটিং।