জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক নীতেশ তিওয়ারির সঙ্গে জুটি বাঁধছেন কিয়ারা আদবানি
কিয়ারা বলিউডের এখন অন্যতম ব্যস্ত নায়িকা। তাঁর নতুন ছবির কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন তিনি।
কিয়ারা আদবানি ফ্যানদের জন্য সুখবর। বিশিষ্ট পরিচালক নীতেশ তিওয়ারির পরের ছবিতে কাজ করছেন এ বার তিনি। এই সুখবর অবশ্য নায়িকা নিজেই দিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।
গতকাল (২২ মার্চ) জাতীয় পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। সুশান্ত সিং রাজপুতের ‘ছিছোরে’ সেরা ছবি হিসাবে মনোনীত হয়েছে। এই ছবির পরিচালক নীতেশ তিওয়ারি। পরিচালককে অভিনন্দনকে জানিয়ে কিয়ারা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “জাতীয় পুরস্কার পাওয়ার জন্য নীতেশ স্যর আপনাকে অভিনন্দন। খুবই ভাগ্যবান যে খুব শীঘ্রই আপনার পরিচালনায় কাজ করব আমি।” কিয়ারার এই পোস্টই উসকে দিয়েছে ফ্যানদের। তবে নায়িকা এইটুকু শুনিয়েই মুখে কুলুপ এঁটেছেন। পরিচালকও তাঁর নতুন ছবি নিয়ে এখনও কিছু বলেননি। তবে খুব শীঘ্রই কিয়ারা যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।
কিয়ারা বলিউডের এখন অন্যতম ব্যস্ত নায়িকা। তিনি এই মুহূর্তে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিংয়ে ব্যস্ত। যদিও কার্তিকের কোভিড পজিডিভ হওয়ায় শুটিং এখন কয়েকদিন বন্ধ। তবে কিয়ারার পাইপ লাইনে পর পর ছবি। খুব শীঘ্রই তাঁকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘শেরশাহ’ ছবিতে দেখা যাবে। এই প্রথম একসঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় কাজ করছেন তাঁরা। পরমবীর চক্র প্রাপ্ত ক্যাপটেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। অন স্ক্রিন প্রেমিকার চরিত্রে আছেন কিয়ারা। ইন্ডাস্ট্রিতে হাওয়ায় খবর, কিয়ারা-সিদ্ধার্থ নাকি প্রেম করছেন! ‘নিউ ইয়ার ইভ’ কাটাতে একসঙ্গে মালদ্বীপেও বেড়াতে গিয়েছিলেন তাঁরা। যদিও এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই।
আরও পড়ুন:করোনা-মুক্ত হলেন সঞ্জয় লীলা বনসালি, খুব শীঘ্রই কাজে ফিরবেন তিনি
কিয়ারাকে শেষ দেখা গিয়েছে পরিচালক আবির সেনগুপ্তর ‘ইন্দু কি জাওয়ানি’ ছবিতে। বরুণ ধাওয়ানের সঙ্গে ‘যুগ যুগ জিও’-এর শুটিং সদ্যই শেষ করেছেন তিনি।