‘ফইজল খান’ হয়ে উঠেছেন প্রেমিক! গাইবেন গান মিউজিক ভিডিয়োয়
চোখে সানগ্লাস, গায়ে রঙচঙে শার্ট... এ কেমন ফয়জল খান!
কোভিড সময়েও তাঁর অভিনয় দর্শককে মন্ত্রমুগ্ধ করেছে। ‘রাত অকেলি হ্যাঁয়’ কিংবা ‘সিরিয়াস মেন’-এর মতো ছবিতে তাঁর অভিনয় নিয়ে প্রশংসা কম হয়নি। চলতি বছরের শুরুতেই একাধিক ছবির সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। শোনা যাচ্ছে ফ্যানদের জন্য নওয়াজের ঝুলিতে রয়েছে একের পর এক সারপ্রাইজ।
আরও পড়ুন অভিষেক আর অমিতাভের ছেলে নন, নতুন সম্পর্কে বাঁধা পড়লেন দু’জন
View this post on Instagram
তবে তাঁর সারপ্রাইজের জন্য অপেক্ষা করতে হবে দর্শককে। কয়েকদিনের মধ্যে মুক্তি পেতে চলেছে বি প্রাক-এর মিউজিক ভিডিয়ো। এবং সেই ভিডিয়োতে দেখা যাবে ‘ফইজল খান’। প্রথমবার কোনও মিউজিক ভিডিয়োতে দেখা যাবে নওয়াজকে। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে নওয়াজ বলেন, “মিউডিক ভিডিয়ো আমার কাছে একেবারে এক নতুন পৃথিবী। মিউজিক ভিডিয়োতে ফিচার হওয়া আমার কাছে দারুণ এক্সাইটিং এক্সপিরিয়েন্স ছিল। বি প্রাক, জানি এবং অরবিন্দর খাইরার মিউডিক ভিডিয়ো ‘বারিশ কি জায়ে’-র মুক্তির জন্য অপেক্ষা করে আছি।’”
View this post on Instagram
বর্তমানে নওয়াজ ‘যোগী সা রা রা’ ছবিতে লখনউতে শুটিং করছেন। ‘বারিশ কি জায়ে’র মিউজিক ভিডিয়োতে নওয়াজের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী-গায়িকা সুনন্দা শর্মা।