‘বাড়ি থেকেই কাজ করব’, বলছেন করোনায় আক্রান্ত চিত্রনাট্যকার-পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়
জানা গিয়েছে, কিছুদিন আগে জ্বর হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের। আশপাশের পরিস্থিতি দেখে সময় নষ্ট করেননি তিনি। তাড়াতাড়ি কোভিড টেস্ট করান। এরপর রিপোর্ট আসে পজিটিভ।
টলিউডে ফের করোনার থাবা। এ বার করোনায় আক্রান্ত হয়েছেন, টেলিভিশন জগতের বিখ্যাত চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। লীনা জানিয়েছেন, “লেখিকাকে ফ্লোরে যেতে হয় না। তাই সংক্রমণের সমস্যা নেই। শুটিং থামছে না। বাড়ি থেকেই চিত্রনাট্যের কাজ করব।”
জানা গিয়েছে, কিছুদিন আগে জ্বর হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের। আশপাশের পরিস্থিতি দেখে সময় নষ্ট করেননি তিনি। তাড়াতাড়ি কোভিড টেস্ট করান। এরপর রিপোর্ট আসে পজিটিভ। জানা গিয়েছে, ২ থেকে ৩ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন লীনা। তবে তাঁর কোনও কোমর্বিডিটি নেই। যদিও রক্তচাপের সমস্যা রয়েছে তাঁর। তবে কোভিডের কারণে নতুন করে কোনও অসুস্থতা দেখা দেয়নি। লীনা জানিয়েছেন, ভালই আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।
কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ইনস্টাগ্রামে সেকথা জানিয়েছিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, আপাতত সিঙ্গাপুরেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। গত ৭ মার্চ সিঙ্গাপুরে গিয়ে পৌঁছেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ফেরার পর থেকে সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনেই ছিলেন তিনি। উল্লেখ্য বাইরে থেকে সফর করে সিঙ্গাপুরে গেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই মতোই সিঙ্গাপুরে ফেরার পর কোয়ারেন্টাইনেই ছিলেন অভিনেত্রী। এরপর ১০ মার্চ টেস্ট করানোর পর জানা যায় কোভিড আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তবে তাঁর কোনও লক্ষণ ছিল না।
বলিউডেও একে একে করোনায় আক্রান্ত হয়েছেন তারকারা। সঞ্জয় লীলা বনশালি, রণবীর কাপুর, কার্তিক আরিয়ান— এই তিনজনই কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন।