‘মেয়ের’ সঙ্গে ছবি শেয়ার করে কী লিখলেন মধুবনী?
দিন কয়েক আগেই তাঁর ন'মাসে সাধ অনুষ্ঠান হয়েছে ঘটা করে। সোশ্যাল মিডিয়ায় জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছেন মধুবনী লিখেছিলেন, ‘আমার ন’মাসের সাধ হল। আমার মামণির হাতের পায়েসের কোনও জবাব হবে না। দই ইলিশের কথা তো ছেড়েই দিলাম। এই রকম দই ইলিশ গোটা কলকাতায় আর কেউ বানাতে পারে কি না, আমার সন্দেহ আছে…।’
‘মেয়ের’ সঙ্গে ছবি শেয়ার করলেন মধুবনী গোস্বামী। অফস্ক্রিন নয় অন্সক্রিন। হাতড়ালেন নস্টালজিয়া। আরও একবার ফিরে গেলেন জনপ্রিয় ধারাবাহিক ‘সাত ভাই চম্পার’ সেটে।
ওই ধারাবাহিকেই মধুবনীর চরিত্রের নাম ছিল ‘রুক্মিনী’। তাঁর অনস্ক্রিন মেয়ে সুধার সঙ্গে আক্ষরিক অর্থেই মাতৃত্বের বন্ডিং তৈরি হয়ে গিয়েছিলে অভিনেত্রীর। রিয়েল লাইফেও তাঁর মা হওয়ার ডেট প্রায় আসন্ন। তাই কি অনস্ক্রিন মেয়ের কথা আরও বেশি করে মনে পড়ছে অভিনেত্রীর? ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে মধুবনী লিখেছেন, “সাত ভাই চম্পার সেটে, আমার মিষ্টি কন্যার সঙ্গে”।
দিন কয়েক আগেই তাঁর ন’মাসে সাধ অনুষ্ঠান হয়েছে ঘটা করে। সোশ্যাল মিডিয়ায় জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছেন মধুবনী লিখেছিলেন, ‘আমার ন’মাসের সাধ হল। আমার মামণির হাতের পায়েসের কোনও জবাব হবে না। দই ইলিশের কথা তো ছেড়েই দিলাম। এই রকম দই ইলিশ গোটা কলকাতায় আর কেউ বানাতে পারে কি না, আমার সন্দেহ আছে…।’
View this post on Instagram
মেনুতে ছিল তোপসে ফ্রাই, গলদা চিংড়ির মতো মধুবনীর পছন্দের পদ। তাঁর স্বামী রাজা গোস্বামী শুটিংয়ে ব্যস্ত থাকায় দুপুরে বাড়িতে মূল অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন না। করোনার কারণেই বেবি শাওয়ারে বন্ধু এবং আত্মীয়দের আমন্ত্রণ জানাতে পারেননি বলে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তিনি। ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিক থেকেই স্বামী রাজার সঙ্গে আলাপ তাঁর। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম, বিবাহ। আপাতত সংসারে নতুন অতিথি আসার দিন গুনছেন হবু মা।
View this post on Instagram
View this post on Instagram