Malaika Arora: বিদেশের রাস্তায় আনমনে বসে মালাইকার পুত্র, কী হয়েছে আরহানের?
মালাইকা বলেছিলেন, "এটা খুবই কঠিন পরিস্থিতি আমার জন্য। ওকে সারাক্ষণ আমার চারপাশে দেখতে পাব না ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে।"
মঙ্গলবার ছিল মালাইকা আরোরার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। পুত্র আরহানের জন্মদিন। আরও এক বছর বাড়ল আরহানের। জন্মদিনে তারকা সন্তানের সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। মা মালাইকাও অনলাইনে উইশ করেছেন ছেলেকে। তাঁর জন্য একটি মিষ্টি নোট লিখেছেন মালাইকা। পোস্ট করে লিখেছেন, এই বিশেষ দিনে ছেলেকে কতখানি মিস করছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছেন মালাইকা। সেখানে পোস্টেছেন ছেলের একটি সুন্দর ছবি। লিখেছেন, “আমার বার্থ ডে বয়, তোমাকে অনেক মিস করছি।” ছবিতে সাদা টি-শার্ট পরা স্টার কিডকে বেশ সুদর্শন দেখতে লাগছে। সঙ্গে পরেছেন অলিভ সবুজ ট্রাউজ়ার্স ও স্নিকার্স। বিদেশের রাস্তায় মাইলস্টোনের উপর একটি শপিং ব্যাগ নিয়ে বসে আছেন আরহান। আনমনে অন্য কোথাও তাকিয়ে আছেন তিনি।
এই ছবি পোস্ট হওয়ার পর তাঁর পরিবার ও ইন্ডাস্ট্রির অনেকেই উইশ করতে শুরু করেছেন আরহানকে। মালাইকার বোন অর্মিতা আরোরা পোস্ট করেছেন একটি হার্ট ইমোটিকন। মানদীপ কাপুর লিখেছেন, “শুভ জন্মদিন।” ভাবনা পাণ্ডে লিখেছেন, “শুভ জন্মদিন আরহান।”
View this post on Instagram
কেবল মা মালাইকা-ই নন, মাসি অমৃতাও আরহানকে তাঁর ইনস্টাগ্রাম থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ৯ বছর বয়সি শিশু আরহানের ছবি পোস্ট করেছেন তিনি। বলেছেন, “আমাদের প্রিয় ছেলেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাতে চাই। আই লাভ ইউ বু।”
View this post on Instagram
এবছরই অগস্ট মাসে দেশে ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন আরহান। সেখানে উচ্চ শিক্ষা লাভ করতে গিয়েছেন তিনি। ছেলে দূর চলে যাচ্ছে, তাই বেশ মন খারাপ করেই সংবাদ মাধ্যমে মালাইকা বলেছিলেন, “এটা খুবই কঠিন পরিস্থিতি আমার জন্য। ওকে সারাক্ষণ আমার চারপাশে দেখতে পাব না ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় না বিষয়টা নিয়ে ধাতস্থ হতে পারব।”
১৯৯৮ সালে বিয়ে করেছিলেন মালাইকা ও সলমন খানের ভাই আরবাজ় খান। তাঁদেরই পুত্র আরহান। ১৯ বছর সংসার করার পর বিয়ে ভেঙে গিয়েছে মালাইকা-আরবাজের। মালাইকা এখন ডেট করছেন অভিনেতা অর্জুন কাপুরকে।
আরও পড়ুন: Karan Johar: বাবা বেঁচে থাকলে আজ এই দিনটি নিজের চোখে দেখতে পেতেন: করণ জোহর