‘মাস্ক’-এর শুটিং শুরু কলকাতায়, শহরে হাজির ব্রিজেন্দ্র কালা
ছবিতে ব্যাঙ্কের একজন ওয়াচম্যানের চরিত্রে অভিনয় করছেন বিজেন্দ্র
শহরে এলেন ব্রিজেন্দ্র কালা। আশিস কুমারের পরিচালনায় আগামী ছবি ‘মাস্ক’-এর শ্যুটিং চলছে নারায়ণী স্টুডিওতে। সেখানেই দেখা গিয়েছে অভিনেতাকে। সেঁজুতি মুখোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন ব্রিজেন্দ্র। ইতিমধ্যেই বলিউডের অসংখ্য ছবিতে নিজের দাপুটে অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। ফের তাঁকে নতুন রূপে পাওয়ার পালা। গোটা ছবির গল্প বলা হবে সিনেমার থিম সং-এ। সিনেমার টাইটেল গানটি গেয়েছেন সুফি গায়ক তোচি রায়না।
এই ছবিতে ব্যাঙ্কের একজন ওয়াচম্যানের চরিত্রে অভিনয় করছেন ব্রিজেন্দ্র, নাম প্রবীণ তিওয়ারি। স্ত্রী শিখা আর মেয়ে টুকাইকে নিয়ে কলকাতায় তাঁর ছোট্ট সংসার। করোনা পরিস্থিতিতে তাঁর বেতন বেশ কয়েকমাসের জন্য আটকে যায়। সেই সঙ্গে প্রবীণের মধ্যে দেখা দেয় এক অদ্ভুত প্রবণতা। কোভিড সুরক্ষায় সবাই মাস্ক পরলেও তিনি কিছুতেই মাস্ক পরতে রাজি হন না। বরং কেন মাস্ক পরা উচিত নয় তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুঁজে বেড়ান নিত্যনতুন যুক্তি। মাস্ক না পরার কারণে হেনস্থাও হতে হয় প্রবীণকে। কিন্তু তা সত্ত্বেও মত পাল্টায় না তাঁর।
আদৌ কী প্রবীণ নিউ-নরমাল লাইফের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন, তাই নিয়েই এগোবে গল্প।