কোয়ারান্টিন পর্ব শেষ! করোনা-মুক্ত হয়েই স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট মিলিন্দ সুমনের

দু'সপ্তাহ আগেই করোনা পজিটিভ ধরা পড়ে মিলিন্দের। কোয়ারান্টিনে থাকার সময় স্ত্রী অঙ্কিতাকে নিয়ে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। এদিন করোনা-মুক্ত হওয়ার পর স্ত্রীকে পাশে নিয়ে একটি খোলা চিঠি পোস্ট করেছেন।

কোয়ারান্টিন পর্ব শেষ! করোনা-মুক্ত হয়েই স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট মিলিন্দ সুমনের
সস্ত্রীক মিলিন্দ সুমন।
Follow Us:
| Updated on: Apr 07, 2021 | 12:42 PM

দেশে করোনার বাড়বাড়ন্ত।বলিউডের একের পর এক তারকা কোভিডে আক্রান্ত হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে চলছে চর্চাও। এদিকে করোনায় আক্রান্ত হয়ে টানা ১৪দিন ঘরবন্দি হয়েছিলেন ভারতীয় ফ্যাশান দুনিয়ার সুপারমডেল মিলিন্দ সুমন। ১৪ দিনের কোয়ারানটিন কাটিয়ে ফেসবুকে করোনামুক্তের কথা জানালেন এই হ্যান্ডসাম অভিনেতা। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সেকথাও তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন।

সোমবার করোনামুক্ত হয়েই তিনি ফেসবুকে লিখেছেন, ‘End of quarantine!!!! আমার সুস্থ কামনায় যাঁরা প্রার্থণা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি, যে কোনও অসুস্থতায় দ্রুত সুস্থ হয়ে ওঠার পিছনে থাকে একটি ইতিবাচক দিক। স্বাস্থ্যকর জীবনে এই পজিটিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখন আপনার জীবনে কীভাবে ইতিবাচক শক্তি আনা যায়, তার যাত্রা সুপথ করার অন্যতম প্রয়াস করুন এখন থেকেই।

আরও পড়ুন: করোনার মধ্যেই মুগুর নিয়ে শরীরচর্চা মিলিন্দের, দেখুন ভিডিয়ো

আলাদা করে অঙ্কিতা কনওয়ারকে ধন্যবাদ। যখনই আমার শরীরের কথা শুনেছে সে, তড়িঘড়ি গুয়াহাটি থেকে মুম্বইয়ে ফিরে এসেছে। আমি নিষেধ করা সত্ত্বেও নিয়মিত আমার খেয়াল রেখে গিয়েছে দেবদূতের মতো। অবশ্যই নিজেকে সুরক্ষাকবচের বলয়ে থেকেই আমার সেবা করেছে সে।

এই সময় আমায় অনেকেই প্রশ্ন করেছিলেন করোনামুক্ত হতে কী কাড়া (Kadha) খেয়েছিলাম। ধনে, মেথি বীজ, গোলমরিচ, তুলসী পাতা, আদার টুকরো ও গুড় দিয়ে তৈরি একটা টোটকা (Kadha) খেয়েছিলাম। একসপ্তাহ আমার জিভে কোনও স্বাদ ছিল না। এছাড়া আর কোনও লক্ষণ বা উপসর্গ ছিল না। পাঁচদিনের জন্য রক্তাল্পতা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে তেমন কোনও সাপ্লিমেন্ট বা ওষুধ গ্রহণ করিনি। দ্রুত সুস্থ হতে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ মেনে চলেছিলাম। এরজন্য ডক্টর জীবন জৈনকে অনেক ধন্যবাদ।’

দেশের করোনাক্রান্ত রাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। আমির খান, রণবীর কাপুর, পরেশ রাওয়াল, গোবিন্দাদের মতো প্রথম সারির অভিনেতারা একের পর এক করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন।