RG Kar Case: ‘বাঁচিয়ে রাখো ধর্ষককে, এই নৃশংস অত্যাচার…’, আরজি কর কাণ্ডে বিস্ফোরক মিশমি
Mishmee Das: যাঁরা সক্রিয়ভাবে পথে নামতে পারছেন না, তাঁরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বজায় রেখেছেন প্রতিবাদ। শেয়ার করছেন নানা পোস্ট। সেই তালিকাতেই নাম লিখিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী মিশমি দাস।
তিলোত্তমা। নামটা শুনেই যেন শিউরে উঠতে হয়। কী দোষ ছিল তাঁর! জানা নেই কারও। আজ সকলে তাঁর পরিবারের পাশে, মনের জোর বাড়িয়ে পায়ে পা মিলিয়ে বিচার চাইছেন প্রতিটা মানুষ। না, কোনও পদক্ষেপই তিলোত্তমাকে পরিবারের বুকে ফিরিয়ে দিতে পারবে না ঠিক, তবে ন্যায় বিচার যদি পাওয়া যায়, তবে কোথাও গিয়ে এই আন্দোলন, এই চিৎকার যেন এক দিশা পায়। তাই সকলের সঙ্গে পথে নেমেছেন তারকারাও। যাঁরা সক্রিয়ভাবে পথে নামতে পারছেন না, তাঁরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বজায় রেখেছেন প্রতিবাদ। শেয়ার করছেন নানা পোস্ট। সেই তালিকাতেই নাম লিখিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী মিশমি দাস।
গলি থেকে রাজপথ স্লোগানে স্লোগানে ভরে উঠছে, একটাই দাবি, বিচার চাই, বিচার চাই, দোষীদের ফাঁসি চাই। কিন্তু না, প্রাথমিকভাবে এই ফাঁসি দেওয়ার প্রস্তাবে নারাজ মিশমি। তাঁর কথায়, যতটা কষ্ট পেতে হয়েছিল তিলোত্তমাকে, তা যেন ইঞ্চিতে ইঞ্চিতে পেতে হয় দোষীকে। তাই বিস্ফোরক দাবি করলেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, ‘ফাঁসি? নাহ! ৯০ ডিগ্রিতে পা ভেঙে দাও। কলারবোন গুড়িয়ে দাও। এরপর ক্ষতবিক্ষত করো যৌনাঙ্গ। বাঁচিয়ে রাখো ধর্ষককে, এই নৃশংস অত্যাচারটা ভোগ করতে দাও। তারপর দাও ফাঁসি।’
প্রসঙ্গত, টলিপাড়ার তারকারা ইতিমধ্যেই নেমেছেন পথে। বিভিন্ন সময় বিভিন্ন মিছিলের মাঝে দেখা গিয়েছে তাঁদের মুখ। সে রাত দখলের দাবিতে হোক কিংবা রবিবার টলিউডের মিছিল, হাজির ছিলেন বহু শিল্পী। সেদিন বৃষ্টি মাথায় করে পথে নেমেছিলেন টলিপাড়ার তারকারা। সব চেনা মুখই ধরা দিয়েছিল এক ফ্রেমে। সেই মিছিলে দেখা গিয়েছিল কোন কোন চেনা মুখকে? মিছিলকে নেতৃত্ব দিতে দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা , পরমব্রত চট্টোপাধ্যায়দের। এছাড়াই রাস্তায় হাঁটতে দেখা গেল সৃজিত মুখোপাধ্যায়, সৌরসেনি মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ একগুচ্ছ তারকা।