মিস ইউনিভার্স ২০২১: প্রথম স্থান মেক্সিকোর, ভারতের অ্যাডলিন রইলেন চার নম্বরে
একটুর জন্য সেরা তিনে জায়গা করতে পারলেন না ভারতের অ্যাডলিন কোয়াড্রোস ক্যাসটেলিনো। তাঁর স্থানে চার নম্বরে। যদিও ওই বিউটি পেজেন্টের শুরু থেকেই দর্শকদের অন্যতম পছন্দের তালিকায় ছিলেন অ্যাডলিন।
১৬ মে ২০২১। ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেলে তখন হাজার আলোর রোশনাই। ঘোষিত হল ৬৯ তম মিস ইউনিভার্সের নাম। সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে গেলেন মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের জুলিয়া গামা। তিনিও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাঠরতা। তৃতীয় হয়েছেন পেরুর জ্যানিক মাসেতা। মডেলিংয়ের পাশাপাশি তিনি মিউজিক প্রোডিউসার এবং সমাজকর্মীও।
একটুর জন্য সেরা তিনে জায়গা করতে পারলেন না ভারতের অ্যাডলিন কোয়াড্রোস ক্যাসটেলিনো। তাঁর স্থানে চার নম্বরে। যদিও ওই বিউটি পেজেন্টের শুরু থেকেই দর্শকদের অন্যতম পছন্দের তালিকায় ছিলেন অ্যাডলিন।
View this post on Instagram
পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার আন্দ্রেয়া নিজের সৌন্দর্য এবং মেধার জোরে অন্যান্য দেশের প্রায় ৭৩ জন প্রতিযোগীকে ফেলে এগিয়ে রইলেন শ্রেষ্ঠত্বের দৌড়ে। আন্দ্রেয়াকে নিয়ে এখনও পর্যন্ত মোট তিনজন মেক্সিকোতে ওই খেতাব জিতলেন। অনুষ্ঠানের শুরু থেকেই লিঙ্গ বৈষম্য এবং সৌন্দর্যের তথাকথিত সংজ্ঞা নিয়ে সোচ্চার ছিলেন আন্দ্রেয়া। তাঁর বলিষ্ঠ মন্তব্য নজর কেড়েছিল বিচারকদের। শেষ জয়ের হাসি হাসলেন তিনিই।
View this post on Instagram
অন্যদিকে ভারতীয় সুন্দরী অ্যাডলিনের জন্ম কুয়েতে। তাঁরা পরিবার যদিও কর্ণাটকের ক্রিশ্চিয়ান পরিবার। ২২ বছর বয়সী অ্যাডলিন কাজের জন্যই ভারতে এসেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তাঁর ঠাকুমা পেশায় ছিলেন কৃষক। কিন্তু সন্তানের জন্ম দিতে গিয়েই মারা যান তিনি। আর সে কারণেই কৃষকদের দাবি এবং অধিকার নিয়েও বিশ্বের মঞ্চে সোচ্চার হতে দেখা গিয়েছিল তাঁকে। এখানেই শেষ নয়, সমকামীদের সমঅধিকার নিয়েও নিজের মতামত পোষণ করেছিলেন অ্যাডলিন।