প্রথম সপ্তাহেই বাজিমাত করল ধারাবাহিক ‘মিঠাই’

মিষ্টিমুখেই শুরু জি বাংলার নতুন বছর।

প্রথম সপ্তাহেই বাজিমাত করল ধারাবাহিক 'মিঠাই'
মিঠাই ধারাবাহিক।
Follow Us:
| Updated on: Jan 14, 2021 | 7:49 PM

মিষ্টিমুখেই শুরু জি বাংলার নতুন বছর। মিঠাইয়ের দৌড়াত্ম্যে মনোহরা বাড়ি আপাতত জমজমাট।

প্রতি সপ্তাহের রেজাল্ট হাজির। আর প্রথম সপ্তাহেই বলা যেতে পারে প্রায় ফুল মার্কস পেল টিম । টিআরপির লিস্ট দেখে আহ্লাদে আটখানা টিম মিঠাই। ছবি পোস্ট করে দর্শকদের ধন্যবাদ জানাল পুরো পরিবার৷ মিষ্টি মেয়ে মিঠাইয়ের যেমন মিষ্টি ব্যবহার আর তার মনের জোরও তেমনই। আর তাই খুব সহজেই সবার মন জয় করে নিয়েছে মিঠাই তারই প্রমাণ মিলল টিআরপি লিস্টেও।

এতদিন আদৃত কে দর্শকরা দেখেছেন বড়পর্দায়৷ বিভিন্ন চরিত্রে৷ তাঁর ‘বয় নেক্সট ডোর’ ইমেজ দর্শকদের বেশ নজর কাড়ে৷ এমনকি নতুন নায়িকা হিসাবে সৌমিতৃষাও কিন্তু অনেকটাই সাবলীল। মান,অভিমান, ঝগড়াঝাঁটি পেরিয়ে সৌমিতৃষা ওরফে মিঠাই আর আদৃত ওরফে সিদ্ধার্থর সম্পর্কের সমীকরণে কোন দিকে মোড় নেয় এখন তারই অপেক্ষা।