ইনস্টাতে ফের ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট নিখিলের! কী লিখলেন তিনি?
ইনস্টাতে ফের ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট দিলেন নুসরতের স্বামী নিখিল জৈন! এক বিষণ্ণতা জুড়ে আছে লেখা জুড়ে। ঠিক কী লিখেছেন নিখিল?
ইনস্টাতে ফের ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট দিলেন নুসরতের স্বামী নিখিল জৈন! ডেভিড রবার্টসের ‘শান্তারাম’ থেকে উদ্ধৃতি তুলে দিয়েছেন তিনি। উদ্ধৃতিটি বেশ মরমী। এক বিষণ্ণতা জুড়ে আছে লেখা জুড়ে। ঠিক কী লিখেছেন নিখিল? তিনি ‘শান্তারাম’ থেকে উদ্ধৃতি দিয়েছেন “ একাকীত্বই কিছু অনুভূতি খুঁজে এনে দেয়।”
View this post on Instagram
ইন্ডাস্ট্রির হাওয়ায় খবর,নুসরতের সঙ্গে নিখিলের সম্পর্ক বেশ টলমলে। যদিও দু’জনের কেউই এ–ব্যাপারে মুখ না খুললেও ‘শাক দিয়ে মাছ ঢাকা যায়নি’! শোনা যাচ্ছে নুসরত নিখিলের বাড়ি ছেড়ে নিজের পাম অ্যাভিনিউর বাড়িতে থাকছেন। ফিসফিসানি শুরু হয়েছে নুসরত নাকি প্রেমে পড়েছেন! ‘এস ও এস কলকাতা’ ছবিটি করতে গিয়েই নাকি যশ দাশগুপ্তের সঙ্গে মাখো মাখো সম্পর্ক তৈরি হয় নুসরতের। দু’জনে একসঙ্গে রাজস্থানে বেড়াতেও গিয়েছিলেন।এমন এক ‘টালমাটাল’ সময়ে নিখিলের এই পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ। তাঁদের দাম্পত্য সত্যি কি তলানিতে এসে ঠেকল? নিখিল কি সত্যি ভেতরে ভেতরে একা থাকার সিদ্ধান্ত নিচ্ছেন?
View this post on Instagram
কিছুদিন আগেই নুসরতের বোনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন নিখিল। জামাইবাবুর সঙ্গে পার্টি মুডে ছিলেন শ্যালিকা। সুদূর গুরগাঁওতে তোলা হয়েছিল সেই ছবি। জামাইবাবু–শ্যালিকার ‘হ্যাপি মুডে’–এর ছবি দেখে অনেকেই মনে করতে শুরু করেছিলেন বরফ বুঝি গলতে শুরু করেছে! কিন্তু কয়েকদিনের মধ্যেই নিখিলের এই ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট আবার নতুন করে ভাবাচ্ছে নেটিজেনদের। কেউ লিখেছেন “ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে”। কেউ লিখেছেন “ কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভেবো।” কমেন্টস–এ ভেসে যাচ্ছে পোস্ট। এখন বিধির বিধান কী লেখা আছে তা সময় বলবে।