এত মিল থাকতেও কুমার শানুর ছেলের সঙ্গে সম্পর্কে না যাওয়ার কারণ জানালেন নিক্কি

নিক্কি তাঁকে মজা করে ডাকেন 'ভাই' জান বলে। দাবি করেন, জান তাঁর ভাল বন্ধু ঠিক কথাই তবে প্রেমিক হতে পারবেন না কোনও দিন। কিন্তু কেন?

এত মিল থাকতেও কুমার শানুর ছেলের সঙ্গে সম্পর্কে না যাওয়ার কারণ জানালেন নিক্কি
নিক্কি-জান।
Follow Us:
| Updated on: Apr 18, 2021 | 4:38 PM

তাঁদের দু’জনের মধ্যে বিস্তর মিল। বিগবসের বাড়িতে তাঁদের বণ্ডিংও ছিল দেখার মতো। কথা হচ্ছে নিক্কি তাম্বোলী আর কুমার শানুর ছেলে জানের। নিকিকে যে তিনি ভালবাসেন সে কথা আগে বহুবার জানিয়েছেন জান। অন্যদিকে নিক্কি তাঁকে মজা করে ডাকেন ‘ভাই’ জান বলে। দাবি করেন, জান তাঁর ভাল বন্ধু ঠিক কথাই তবে প্রেমিক হতে পারবেন না কোনও দিন। কিন্তু কেন?

নিক্কি জানিয়েছেন, জান তাঁর ‘টাইপ’-এর নয়। তাঁর কথায়, “আমার দেখা সবচেয়ে মিষ্টি ছেলে জান। কিন্তু ও সত্যিই আমার টাইপের নয়। আমার টাইপ বলতে যার একটা রাশভারী পারসোনালিটি থাকবে। জানের সেটা নেই। যে শক্ত ভাবে সব কথা বলতে পারবে, জান তা পারেনা। ওর মধ্যে ওই স্ট্রং পারসোনালিটিটা নেই।”

আরও পড়ুনআবারও বিস্ফোরক অনুষা, বিচ্ছেদ নিয়ে করণ মুখ খোলার পরেই ইনস্টাগ্রামে লিখলেন…

নিক্কি আরও যোগ করেন, “ওর চোখে হয়তো ও সেই শক্তিশালী পারসোনালিটির অধিকারী কিন্তু এত দিন ধরে তা আমার চোখে পড়েনি। আমার মনে হয় না ওর মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে কোনও একটি বিষয়ে ও আমার পক্ষ নেবে, শুধু আমার কেন ওর নিজের বা ওর কাছের বন্ধুদের পাশে দাঁড়িয়েও শক্তভাবে কিছু বলবে। তাই আমরা ভাল বন্ধুই ঠিক আছি।”

বিগবস হাউজ থেকেই নিক্কি এবং জানের বন্ধুত্ব গড়ে ওঠে। মাঝে যদিও চিড় ধরেছিল সেই বন্ধুত্বে। তবেঁ সব কিছু মিটিয়ে আবারও একসঙ্গে তাঁরা। তাঁদের বন্ধুত্ব দেখে আপ্লুত ফ্যানেরাও।