Viral Nora: কালো কাচে ঢাকা গাড়ি নয়, খোলা রাস্তায় হেলমেট ছাড়া স্কুটিতে নোরা, ‘ফাইন করুন’
Nora Fatehi: কেউ কমেন্ট করে বসলেন- মাথায় হেলমেট কোথায়! কেউ লিখলেন- কারুর কথায় দিল্লিতে যদি থাকতেন, তবে এতক্ষণে জরিমানা হয়ে যেত।
সেলেব বলেই কি সাত খুন মাফ! এমনই প্রশ্ন বারে বারে ফিরে এসেছে নেট দুনিয়ার পাতায়। কখনও লং ড্রাইভে সেলেবরা, কখনও আবার নির্দিষ্ট স্পিড লিমিট না মেনে গাড়ি চালিয়ে ভাইরাল বি-টাউন তারকারা। বারে বারে যা সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে এসেছে। সেলেবরা কোনও কাজ করা মানেই তা উষ্কে দেয় ভক্তদের। কারণ একটাই, সেলেবদের ফলো করাটা অনেকেরই বেশ পছন্দের বিষয়। তাঁরা কী পরছেন, কী খাচ্ছেন, কীভাবে লাইফস্টাইল কাটাচ্ছেন প্রভৃতি। তবে একটি বিষয় ভীষণ রকমের স্পষ্ট, যে তাঁদের কোনো ভুল পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে মুহূর্তে সমস্যা সৃষ্টি করতে সক্ষম।
সেই কথা মাথায় রেখেই এবার ট্রোলের শিকার হলেন নোরা ফাতেহি। পরণে হালকা রঙা চুরিদার, খোলা চুলে গাড়িতে নয়, পাপরাজিৎদের চোখে এড়িয়ে উঠে পড়লেন স্কুটারে। মাথায় নেই হেলমেট, ঝড়ের গতিতে বেরিয়ে গেল স্কুটার সকলের সামনে দিয়ে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট হতেই তা মুহূর্তে নজরকাড়ে। কীভাবে হেলমেট ছাড়া তিনি এভাবে বেরিয়ে যেতে পারেন! এঁদের কি ফাইন হয় না! এমনই প্রশ্নে ভরে উঠল নেটদুনিয়ার পাতা। ট্রোলের মুখে সেলেবস্টার।
View this post on Instagram
কেউ কমেন্ট করে বসলেন- মাথায় হেলমেট কোথায়! কেউ লিখলেন- কারুর কথায় দিল্লিতে যদি থাকতেন, তবে এতক্ষণে জরিমানা হয়ে যেত। সুকেশ প্রসঙ্গও পিছনে থাকল না, তিনি জেলে যেতেই অভিনেত্রী এই হাল। তবে কেউ কেউ আবার নোরার পক্ষে কথা বলে জানালেন, ট্রাফিক এড়িয়ে যাওয়ার জন্যই এমনটা সিদ্ধান্ত নিয়ে ছিলেন নোরা। তবে হেলমেট প্রসঙ্গ সেই ক্ষেত্রেও থেকেই যায়। বর্তমানে নোরা একাধিক কাজে ব্যস্ত, পেয়েছেন সদ্য এক বড় প্রজেক্ট। বলিউডের বেশ কিছু ছবি নিয়ে চলছে কথা। এখন তাই কেরিয়ারের নয়া মোড় নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন এই সেলেবকুইন।