Malaika Arora: ‘বড়লোক স্বামী’ নিয়ে বোনকে খোঁটা, মালাইকা-অমৃতার সম্পর্কে চরম অবনতি?

Malaika Arora: মালাইকা অরোরা ও অমৃতা অরোরা-- দুই বোনের মধ্যে মিল বিস্তর। তবে মালাইকার একটি কথাতেই এবার কার্যত দিদির উপর রেগে গেলেন বোন অমৃতা

Malaika Arora: 'বড়লোক স্বামী' নিয়ে বোনকে খোঁটা, মালাইকা-অমৃতার সম্পর্কে চরম অবনতি?
দুই বোনে ঝগড়া?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2022 | 4:14 PM

মালাইকা অরোরা ও অমৃতা অরোরা– দুই বোনের মধ্যে মিল বিস্তর। তবে মালাইকার একটি কথাতেই এবার কার্যত দিদির উপর রেগে গেলেন বোন অমৃতা। মজার ছলে যে যে কথা বলেছেন দিদি, তা যে তিনি মোটেও ভাল ভাবে নেননি, সাফ জানিয়ে দিলেন অমৃতা। অমৃতার কথায়, “আমি সেদিন কিছু বলিনি। কিন্তু তুমি আমাকে নিয়ে যা বলেছ, আর একটু ভেবে বলতে পারতে। এই যে বড় বড় জামা পরি, কিছু করি না, এই সব বলার আগে জিজ্ঞাসা করে নিতে পারতে আমি আদপে এই সব মজাগুলো নিতে পারব কিনা।” মালাইকা অবশ্য দিয়েছেন নিজের যুক্তি। তিনি জানিয়ে দিয়েছেন, স্ট্যাণ্ড আপ কমেডি তো এরকমই হয়। বোনকে সকলের মাছে অশ্রদ্ধা করতে তিনি মোটেও চাননি। মালাইকার কথায়, “আমি ভাবিনি এভাবে অপ্রস্তুতে পড়বে তুমি। আমি সব রকম মজাতেই সাবলীল, হতে পারে তোমার ক্ষেত্রে একটু বেশিই করে ফেলেছি।” বোনকে ঠিক কী বলেছিলেন মালাইকা যা নিয়ে এত চর্চা? সম্প্রতি নিজের এক শো শুরু করেছেন মালাইকা। সেখানেই বোনের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, “আমার বোন এসেছে আমার শো-য়ে। ও খুব মজাদার। কিন্তু আমাদের মধ্যে আমি সুন্দরী। ওর এক বড়লোক বর আছে আর আমি, আমি এখানে বসে স্ট্যান্ডআপ করছি।”

অমৃতার মতে, তাঁকে সবার সামনে কর্মহীন বলে প্রতিপন্ন করেছেন মালাইকা। মালাইকা ক্ষমা চেয়েছেন। দুই বোনের মধ্যে ভুল বোঝাবুঝিও কমেছে অনেকটাই। নেটিজেনরাও তাই-ই চান, হাজার হোক, রক্তের সম্পর্ক বলে কথা! প্রসঙ্গত, এই শো’য়ের মাধ্যমে আবারও শো-বিজে কামব্যাক হয়েছে ইন্ডাস্ট্রির ‘মাল্লা’র। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও নানা অজানা কথা তিনি প্রকাশ্যে আনছেন। বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, এ সবও উঠে আসছে আলোচনায়।

১৮ বছরের বিবাহিত জীবন ছিল মালাইকা অরোরা ও আরবাজ খানের। ভালবাসার বিয়ে, তবে এই বিয়ের সিদ্ধান্ত নিয়ে হয়েছিল চটজলদি। সলমনের ভাই নয়, বরং তাঁকেই বিয়ের প্রস্তাব দেন খোদ মালাইকা। হঠাৎ করেই বলে বসেন, ‘আমায় বিয়ে করবে’? নেপথ্যে ছিল এক বিশেষ কারণ। মালাইকা জানান, যখন তিনি বিয়ে করেন তখন তাঁর বয়স নেহাতই অল্প। তাঁর কথায়, “অনেকই হয়তো জানেন না, প্রেম প্রস্তাব আমিই দিয়েছিলাম। ” মালাইকা যোগ করেন, “আমি ওকে গিয়ে বলি, আমি বিয়ে করতে চাই। তুমি আমায় বিয়ে করবে?” হালকা হেসে আরবাজ বলেছিলেন, “কোথায় আর কবে সেইটা শুধু বল”। কেরিয়ার সবে শুরু করেছিলেন মালাইকা, কেন বিয়ে করলেন তাড়াতাড়ি? তাঁর উত্তর, “ওই বাড়িটা থেকে বের হতে চেয়েছিলাম। ব্যস, আর কিচ্ছু না”।

২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা করেন মালাইকা ও আরবাজ। ২০১৭ সালে অফিসিয়ালি ডিভোর্স হয় তাঁদের। বর্তমানে দুজনেই জীবনে অনেকখানি এগিয়ে গিয়েছেন। মালাইকা বেশ কিছু বছর ধরে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে আরবাজও ডেট করছিলেন বিদেশী মডেল জর্জিয়ার সঙ্গে। তবে শোনা যাচ্ছে, সম্প্রতি তাঁদের নাকি বিচ্ছেদ হয়েছে।