OTT Release: ওটিটি-তে দোবারা, কবে-কোথায় মুক্তি পাচ্ছে তাপসীর সাই-ফাই থ্রিলার

Dobara: সেই যোগসূত্র পেরিয়ে কি পারবে তাপসী পান্নু নিজের জায়গাটা ফিরে পেতে! উত্তর মিলবে ১৫ অক্টোবর।

OTT Release: ওটিটি-তে দোবারা, কবে-কোথায় মুক্তি পাচ্ছে তাপসীর সাই-ফাই থ্রিলার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 4:03 PM

তাপসী পান্নু অভিনীত ছবি দোবারা বক্স অফিসে সেভাবে প্রভা ফেলতে পারেনি। মোটের ওপর এই ছবি মাত্র দুসপ্তাহ চরা পরই তা প্রেক্ষাগৃহ থেকে সরে যায়। ছবির গল্প থেকে শুরু করে বিষয়বস্তু, সবেতেই বিশেষত্বের ছাপ থাকলেও দর্শকদের দরবারে ছবি প্রথমে খুব একটা জায়গা করতে না পারলেও প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। তাপসী পান্নু আশানুরূপ ভালই ফল করেছিল এই ছবিতে। পরিচালক অনুরাগ কাশ্যপও ছবি নিয়ে ছিলেন বেশ আশাবাদী। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ছবির খবর দর্শকের মনে জায়গা করে নিলেও তা মুক্তি পেতে খুব একটা ভাল ফল করতে পারেনি ব্যবসায়ের দিক থেকে। হাতেগোনা কয়েকটি শো, সেখানে হাতে গোনা দর্শক। তবে ছবিতে যে ছিল টানটান উত্তেজনা, তা একাধির রিভিউতে ইতিমধ্যেই ভাইরাল।

এই ছবি প্রচারের অযত্নে হোক বা বিশাল স্টারকাস্টের অভাবেই হোক বলিউডে চলতি বছরে কোনও পালাবদল ঘটাতে সক্ষম হয়নি। কিন্তু এই ছবি দর্শকদের মনে বেশ কৌতুহল সৃষ্টি করেছিল। আর তার জেরেই অনেকেই অপেক্ষায় ছিলেন, কবে এই ছবি মুক্তি পাবে ওটিটিতে। এবার আসল সেই সুখবর। তাপসী পান্নু অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে ১৫ অক্টোবর নেটফ্লিক্সে। ২০১৮ সালে মুক্তি পাওয়া এক স্প্যেনিস ছবির গল্প অবলম্বণে এই সাইফাই ছবি তৈরি। এক মহিলা, যিনি ট্রাভেল মেকানিজ়মের শিকার, নিজেই বুঝে উঠতে পারছেন না, কোন জীবনটা তাঁর কোনটা নয়। ২৫ বছরের ব্যবধানে এক ঝড়ের রাতই হল সূত্রপাত।

সেই যোগসূত্র পেরিয়ে কি পারবে তাপসী পান্নু নিজের জায়গাটা ফিরে পেতে! উত্তর মিলবে ১৫ অক্টোবর। ছবি মুক্তির সময় তাপসী পান্নু নিজে জানিয়েছিলেন, এটি অন্যতম সেরা ছবি তাঁর কেরিয়ারে, তবে ফলাফল তেমন না বললেও ছবিটি যে দর্শকদের পছন্দের তালিকায় একটি বাড়তি সংযোদন, তা আর বলার অপেক্ষা রাখে না।