Streaming Guide: অক্টোবর জুড়ে ওটিটিতে একগুচ্ছ সিনেমা-সিরিজ, কোথায় কোনটা দেখবেন?
Streaming Guide: আরামকেদারায় গা এলিয়ে না হয় দেখেই ফেলুন সেগুলি, সঙ্গে পছন্দের মানুষ থাকলে অবশ্য ডাবল বোনাস...।
উৎসবের মরসুমেই দেশজুড়ে চলছে সিনেমারও উদযাপন। সিনেমা হলের পাশাপাশি একাধিক ছবি ও সিরিজ মুক্তি পেয়েছে (Streaming Guide ) বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মেও। সিনেমা হলে গিয়ে যদি সিনেমা দেখতে আপনি না চান তবে গোটা অক্টোবর জুড়ে যে সব জনপ্রিয় সিরিজ (OTT Platform) অথবা সিনেমা চলছে ওটিটিতে, তার এক প্রাথমিক তালিকা রইল আপনাদের জন্য। যদি কর্মক্ষেত্র ছুটি থাকে তো সোনায় সোহাগা! আরামকেদারায় গা এলিয়ে না হয় দেখেই ফেলুন সেগুলি, সঙ্গে পছন্দের মানুষ থাকলে অবশ্য ডাবল বোনাস…। রইল এক ঝলকে… ‘
মাজা মা
মাধুরী দীক্ষিত রয়েছেন মুখ্য চরিত্রে। এই মিউজিক্যাল ড্রামা মুক্তি পেয়েছে দু’দিন আগে। অক্টোবরের ছয় তারিখে। আপনি সময় পেলে দেখে ফেলতেই পারেন এই সিরিজটি। এক মধ্যবিত্ত পরিবারের গল্প। পরিচালনায় রয়েছেন আনন্দ তিওয়ারি। মাধুরী ছাড়াও এতে দেখা যাবে গজরাজ রাও, ঋত্বিক ভৌমূক, বরখা সিং, রাজিত কাপুরসহ অনেককেই।
ওয়ারওলফ বাই নাইট
মানুষের তো ভ্যাম্পায়ার আর ওয়ারওলফে প্রতি আগ্রহ বহুদিনের। সামনে আবার আসছে হ্যালোইন-ভূতচতুর্দশী। এই মরসুমেই দেখে নিতে পারেন এই ছবিটি। অক্টোবরের ৭ তারিখ থেকে ইতিমধ্যেই স্ট্রিম করতে শুরু করেছে এই ছবি। দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। সম্পূর্ণ সাদা-কালোতে শুট করা হয়েছে এই ছবি। টেলারই এত গা ছমছমে যে গোটা ছবি দেখলে একেবারে চমকে যাবেন। তাহলে আর দেরি কীসের? অবসরে দেখে ফেলতেই পারেন।
মিসম্যাচড (সিজন ২)
মিসম্যাচডের প্রথম সিজন বেশ জনপ্রিয় হয়েছিল। সেকেন্ড সিজনও প্রায় আগত। অক্টোবরের ১৪ তারিখ থেকে এই সিরিজ দেখা যাবে নেটফ্লিসে। মুখ্য ভূমিকায় রয়েছেন, প্রজক্তা কোহালি ও রোহিত সরফ। ডিম্পল ও ঋষির গল্প সিজন ওয়ানে যেখানে শেষ হয়েছিল সিজন টু’তে সেখান থেকেই শুরুহ হতে চলেছে। তবে তা দর্শকের কতটা পছন্দ হয়, এখন সেটাই দেখার। সিরিজে আরও দেখা যাবে, মুসকান জাফেরি, রণবিজয় সিংহ, এহসাস চান্না, তারুক রায়নাসহ অনেককেই। যুগল হংসরাজকেও দেখা যাবে এক কেমিও চরিত্রে।
গুড ব্যাড গার্ল
এই সিরিজটি দেখা যাবে সোনি লিভে। দেখা যাবে আগামী ১৪ তারিখ থেকে। মায়া আহজা নামের এক মেয়ের জীবনী নিয়েই গল্প। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে গুল পানাগ। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক সেনগুপ্ত। রয়েছেন বাঙালি অভিনেতা সোহম মজুমদারও।