Kajol: রাজনৈতিক নেতার ‘অশিক্ষা’ নিয়ে মন্তব্য করে বিপাকে, সাফাই দিতে হল কাজলকে!
Kajol: বিপাকে অভিনেত্রী কাজল। এক সাক্ষাৎকারে শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে টেনে এনেছিলেন রাজনৈতিক নেতাদের শিক্ষার প্রসঙ্গ।
বিপাকে অভিনেত্রী কাজল। এক সাক্ষাৎকারে শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে টেনে এনেছিলেন রাজনৈতিক নেতাদের শিক্ষার প্রসঙ্গ। কিন্তু সে কারণে যে এতটা ট্রোলের মুখে পড়তে হবে তাঁকে, তা হয়তো নিজেও ভাবেননি অভিনেত্রী। পড়তে হল, ব্যাপক সমালোচিত হতে হল অভিনেত্রীকে। শুধু সমালোচনাই নয়, চাপের মুখে নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দিতে হল তাঁকে, দিতে হল সাফাই। কী লিখেছিলেন কাজল যা নিয়ে এত হইচই? সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল লেখেন, “ভারতের মতো একটা দেশে বদল খুব ধীরগতিতে হয়। কারণ আমরা আমাদের ঐতিহ্যকে নিয়ে ডুবে আছি। আর চিন্তা ভাবনা অবশ্যই শিক্ষার সঙ্গে সম্পর্কিত”।
এর পরেই তিনি টেনে আনেন রাজনৈতিক নেতাদের কথা। কাজল আরও যোগ করেন, “বহু নেতা আছেন, যাতে শিক্ষাগত যোগ্যতা নেই। আমি দুঃখিত, কিন্তু আমাকে এটা বলতেই হবে। আমি রাজনৈতিক নেতাদের দ্বারা শাসিত হচ্ছি। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই আছেন যাদের কোনও দৃষ্টিভঙ্গি নেই। আর ওই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র দিতে পারে শিক্ষাই।”
তারপরেই কাজলের উদ্দেশে অনেকে লেখেন, “আপনি নিজেও ডিগ্রিধারী নন। তাই কারও শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলার অধিকার আপনার নেই।” ব্যাপক সমালোচনার মুখে পড়ে একটি টুইট করেছেন কাজল। সেই টুইটে তিনি লেখেন, “আমি শুধুমাত্র শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বলেছিলাম। কোনও রাজনৈতিক নেতাকে অসম্মান করার উদ্দেশ্য আমার মোটেও ছিল না। আমাদের দেশে অনেক ভাল ভাল নেতা আছেন, যারা আমাদের দেশকে সঠিক দিশা দেখাচ্ছেন।” যদিও সমালোচনা কম হয়নি। প্রসঙ্গত, কাজলকে সম্প্রতিকে দেখা গিয়েছে নেটফ্লিক্সের অ্যান্থোলজি ‘লাস্ট স্টোরিজ’-এ। ডিজনি প্লাস হটস্টারে তাঁর সিরিজ ‘দ্য ট্রায়াল’ রয়েছে মুক্তির অপেক্ষায়। ১৪ জুলাই ওই সিরিজ মুক্তি পাওয়ার কথা।