Malaika Divorce: বিবাহ বিচ্ছেদের আগের দিন রাত, কী ঘটে মালাইকার পরিবারে?

Bollywood Gossip: বিবাহ বিচ্ছেদের খবরে যে কেউই সুখী হন না, এ সত্য তিনি নিজেও মানেন। যার ফলে তিনি যখন প্রকাশ্যে জানিয়েছিলেন বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন, তখন মালাইকাকে নিয়ে অনেকেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন।

Malaika Divorce: বিবাহ বিচ্ছেদের আগের দিন রাত, কী ঘটে মালাইকার পরিবারে?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 9:43 AM

মালাইকা আরোরা বরাবরই সম্পর্ক নিয়ে খুব বেশি রাগ করতে পছন্দ করেন না। বিবাহ বিচ্ছেদ থেকে নতুন প্রেম, কিংবা লিভইনের সম্পর্ক, সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে থাকেন অভিনেত্রী। একবার কারিনা কাপুরের শোয়ে এসে মনের কথা উগরে দিয়েছিলেন তিনি। মালাইকার কথায়, ‘সম্পর্ককে একটা সময়ের পর বোঝা করে এগিয়ে নিয়ে যাওয়া অর্থহীন’। বিবাহ বিচ্ছেদের খবরে যে কেউই সুখী হন না, এ সত্য তিনি নিজেও মানেন। যার ফলে তিনি যখন প্রকাশ্যে জানিয়েছিলেন বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন, তখন মালাইকাকে নিয়ে অনেকেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। অনেকেই দিয়েছিলেন সব ঠিক করে  নেওয়ার উপদেশ। যদি সবটা ঠিক করে নেওয়া যায়, সে চেষ্টা ক্রটি রাখেননি কেউ।

মালাইকার কথায়, তাঁর আজও মনে আছে, বিবাহ বিচ্ছেদের ঠিক আগের দিন রাতে তাঁর পরিবারের প্রত্যেকে তাঁর সঙ্গে কথা বলেছিলেন। জানতে চেয়েছিলেন, তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা পাল্টানো যায় কিনা। তিনি আরও একবার ভেবে দেখতে চান কিনা এই সিদ্ধান্ত নিয়ে, তাও জানতে চান পরিবারের সকলে। মালাইকার কথায় সকলে হয়তো এটা তাঁর ভালর কথা ভেবেই করেছিলেন, তবে তিনি য চেয়েছিলেন, করেছিলেন তেমনটাই । যদিও এক শ্রেণী আবার মালায়িকাকে সাপোর্টও করেছিলেন, দাঁড়িয়েছিলেন পাশে। তাঁর কথায় এমন অনেকেই ছিলেন যাঁরা আবার তাঁকে এসে সাহস যুগিয়েছে, বলেছিলেন ”এই পদক্ষেপ করার জন্য সাহস লাগে।”

এখানেই শেষ নয়, এরপর কারিনা কাপুর তাঁকে জিজ্ঞাসা করেন, একটি সম্পর্ক এই পর্যায়ে আসার পর দ্বিতীয় সম্পর্কে ভরসা খুঁজে পাওয়াটা কি সত্যি খুব সহজ? মালাইকার কথা উত্তর দিয়েছিলেন, ‘না’। প্রাথমিকভাবে হয়তো শুনতে মনে হয় সহজ নয়, তবে মানুষতো ভালবাসায় বাঁচতে ভালোবাসে। সেই কারণে কাউকে ভরসা করলে সবটা খুব সহজ হয়ে যায়। তিনিও ঠিক তাই করেছিলেন। আর অর্জুন কাপুর সেই ভরসার মর্যাদা রেখেছেন প্রতিটা মুহূর্তে। বিয়ে নিয়ে তাঁরা প্রকাশ্যে কিছু না বললেও, তাঁরা দিব্যি আছেন, এ তথ্য মিথ্যে নয়। রাত পার্টি থেকে শুরু করে হলিডে ট্রিপ মালাইকা ও অর্জুন চুটিয়ে উপভোগ করছেন নিজেদের লাভ লাইফ।