Kartik Aaryan: কংগ্রেসের হয়ে প্রচারে কার্তিক আরিয়ান? ভিডিয়ো ভাইরাল হতেই সত্যি সামনে

Kartik Aaryan: একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে-- সমাজমাধ্যমের পাতায় এই মুহূর্তে সেই ভিডিয়ো নিয়েই নানা জল্পনা। আগামী ৭ নভেম্বর মধ্যপ্রদেশ নির্বাচনের প্রথম দফার ভোট। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করছেন কার্তিক আরিয়ান। তবে কি অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতিতেও কার্তিক?

Kartik Aaryan: কংগ্রেসের হয়ে প্রচারে কার্তিক আরিয়ান? ভিডিয়ো ভাইরাল হতেই সত্যি সামনে
কংগ্রেসের হয়ে প্রচারে কার্তিক আরিয়ান?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 9:34 PM

একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে– সমাজমাধ্যমের পাতায় এই মুহূর্তে সেই ভিডিয়ো নিয়েই নানা জল্পনা। আগামী ৭ নভেম্বর মধ্যপ্রদেশ নির্বাচনের প্রথম দফার ভোট। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করছেন কার্তিক আরিয়ান। তবে কি অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতিতেও কার্তিক? তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে দাঁড়াতে চলেছেন তিনি? এই নিয়েই যখন চলছে জোর কদমে আলোচনা, তখন সত্যিটা প্রকাশ করলেন কার্তিক নিজেই। জানিয়ে দিলেন, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তা ‘মরফড’ অর্থাৎ এডিট করা। একই সঙ্গে যে ভিডিয়োটি থেকে এই মরফড ভিডিয়োটি নেওয়া হয়েছে সেটিও প্রকাশ করলেন তিনি। আসল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের হয়ে প্রচার করছেন তিনি। যা কিনা মুক্তি পেয়েছিল ২৩ অক্টোবর।

ওদিকে বিকৃত করা ভুয়ো ভিডিয়োটি কাল থেকে সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কোনও ব্যক্তি কার্তিকের গলা মিশিয়ে সুদক্ষ ভাবে গোটা বিষয়টি অভিজ্ঞতার সঙ্গে এডিট করেছেন– এমনটাই প্রমাণিত হয়েছে। এ প্রসঙ্গে অভিনেতার ঘনিষ্ঠদের তরফে এক বিবৃতিও প্রকাশ করা হয়েছে। তাতে লেখা, “এই ভিডিয়োর এক মরফ ভার্সন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সবাইকে জানাতে চাই ওই ভিডিয়োটি আদপে ভুয়ো ও রহস্যে ভরা। কোনও রাজনৈতিক দলের সঙ্গে কার্তিকের কোনও রকম যোগাযোগ নেই।” যদিও এই ঘটনার নেপথ্যে কে বা কারা, তা এখনও ধোঁয়াশাই রয়ে গিয়েছে।

প্রসঙ্গত, কার্তিককে শেষ দেখা গিয়েছে ‘সত্যপ্রেম কি কথা’ নামক ছবিতে। তাঁকে আগামী দিনে দেখা যাবে কবীর খানের ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ। চলতি বছরটা কেরিয়ারের নিরিখে তেমন ভাল কাটেনি তাঁর। ‘শেহজ়াদা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ‘সত্যপ্রেম কি কথা’ বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছিল।