Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan: কিং খানের জন্মদিনেই ওটিটি প্ল্যাটফর্মে ‘জওয়ান’; বিশেষ লাইমলাইটে নয়নতারা

Jawan in OTT: ছবিতে দীপিকা পাড়ুকোনের আগমন এবং শাহরুখ খানের 'গার্ল গ্যাং' অনেকখানি লাইমলাইট কেড়ে নিয়েছে নয়নতারার থেকে। তুলনায় ফিকে হয়ে গিয়েছিল নয়নতারার আলো। যে কারণে তিনি নাকি বেশ চোটেছিলেন পরিচালক অ্যাটলি কুমারের উপর। ওটিটি রিলিজ়ে নয়নতারার মান ভাঙানোর চেষ্টা করলেন শাহরুখ খান। বাড়ানো হল ছবির সময়। ৫ মিনিট বাড়ল নয়নতারার স্ক্রিন টাইম। তবে ৫ মিনিটে কি মিটবে ক্ষোভ? ফিরবে নয়নের হারানো লাইমলাইট?

Shahrukh Khan: কিং খানের জন্মদিনেই ওটিটি প্ল্যাটফর্মে 'জওয়ান'; বিশেষ লাইমলাইটে নয়নতারা
'জওয়ান'-এ শাহরুখের সঙ্গে নয়নতারা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 2:22 PM

আজ (২ নভেম্বর) শাহরুখ খানের জন্মদিন। ৫৮ বছর বয়সে পা দিলেন কিং খান। ২০২৩ সাল তাঁর জীবনের একটি উল্লেখযোগ্য বছর। এই বছরই নিজের রোম্যান্টিক হিরোর ভাবমূর্তি থেকে বেরিয়ে অ্যাকশন হিরোর তকমা অর্জন করেছেন কিং। এই বছরই মুক্তি পেয়েছে তাঁর দুটি অ্যাকশন-ধর্মী ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’। আর তাঁর জন্মদিনে ওটিটি প্লাটফর্মের দর্শকদের একটি বিশেষ উপহার দিলেন কিং। আজই নেটফ্লিক্সে মুক্তি পেল ‘জওয়ান’। তবে প্রেক্ষাগৃহের ‘জওয়ান’-এর সঙ্গে ওটিটি প্লাটফর্মের ‘জওয়ান’-এর খানিক পার্থক্য রয়েছে। এবং সেই পার্থক্যের নাম নয়নতারা।

‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের নায়িকা দক্ষিণী সুপারস্টার নয়নতারা। প্রথম থেকেই সেই খবর সংবাদমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিল। তবে চমক হিসেবে দীপিকা পাড়ুকোনকেও দেখা যায় নায়িকার চরিত্রে। ছবিতে শাহরুখ খানের দ্বৈত ভূমিকা। বাবা এবং ছেলে–দুই চরিত্রই তাঁকে দেখেছেন দর্শক। বাবা শাহরুখ খানের বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন। এবং ছেলে শাহরুখ খানের বিপরীতে নয়নতারা।

লাইমলাইটে থাকবেন নয়নতারা, তেমনটাই ছিল প্রতিশ্রুতি। কিন্তু দীপিকার আগমন এবং ছবিতে শাহরুখ খানের ‘গার্ল গ্যাং’ অনেকখানি লাইমলাইট কেড়ে নিয়েছে নয়নতারার থেকে। তুলনায় ফিকে হয়ে গিয়েছিল নয়নতারার আলো। যে কারণে তিনি নাকি বেশ চোটেছিলেন পরিচালক অ্যাটলি কুমারের উপর। বিষয়টি কিং খানেরও নজর কেড়েছিল। নয়নতারার মান-অভিমান ভাঙানোর চেষ্টাও করেছিলেন তিনি। টুইট করেছিলেন ‘এক্স’-এ (সাবেক টুইটার)।

ফলে ওটিটি প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’-এর বাড়ানো হয়েছে সময়। হলে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ২ ঘণ্টা ৪৫ মিনিটের ছবি। ওটিটি প্লাটফর্মে যে ‘জওয়ান’ মুক্তি পেয়েছে, তাঁর সময়সীমা ২ ঘণ্টা ৫০ মিনিট। এই বাড়তি ৫ মিনিট দেওয়া হয়েছে নয়নতারাকে। একাকী মায়ের জার্নিকে তুলে ধরা হয়েছে, যা বড় পর্দার দেখা যায়নি। প্রশ্ন এখন একটাই, ৫ মিনিটে কি সেই আলো ফিরে পাবেন নয়নতারা? বলবেন দর্শক…।