Indraneil Sengupta: অসুস্থ হওয়ার পর সেটে ফেরে সুস্মিতা, অভিনেত্রীর সঙ্গে প্রথম শট কেমন ছিল ইন্দ্রনীলের?

Sushmita-Indraneil: এই সিরিজের তৃতীয় পর্বে এবার যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এক বিশেষ চরিত্রে অভিনয় করলেন তিনি। হটস্টারে মুক্তি পাওয়া এই সিরিজ এখন চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। বেশ দীর্ঘ ছিল এই সিরিজের শুটিং। সুস্মিতা সেনের সঙ্গেও প্রথম কাজ। কেমন ছিল ইন্দ্রনীল সেনগুপ্তের অভিজ্ঞতা, শুনল TV9 বাংলা। 

Indraneil Sengupta: অসুস্থ হওয়ার পর সেটে ফেরে সুস্মিতা, অভিনেত্রীর সঙ্গে প্রথম শট কেমন ছিল ইন্দ্রনীলের?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 2:20 PM

৩ নভেম্বর মুক্তি পেল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আরিয়া ৩’, সুস্মিতা সেনের অনবদ্য এই সিরিজ ইতিমধ্যেই ভক্তমনে জায়গা করে নিয়েছে। তবে এই সিরিজের তৃতীয় পর্বে এবার যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এক বিশেষ চরিত্রে অভিনয় করলেন তিনি। হটস্টারে মুক্তি পাওয়া এই সিরিজ এখন চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। বেশ দীর্ঘ ছিল এই সিরিজের শুটিং। সুস্মিতা সেনের সঙ্গেও প্রথম কাজ। কেমন ছিল ইন্দ্রনীল সেনগুপ্তের অভিজ্ঞতা, শুনল TV9 বাংলা।

সুস্মিতা সেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? 

খুব স্বাভাবিকভাবেই ভাললাগার বিষয়। তাঁর সঙ্গে কাজ করে আলাদা কিছু মনে হওয়ার মধ্যে হল, তিনি বিশ্বে চর্চিত নাম। বিশ্ব সুন্দরী। এক বিশেষ অবস্থান তো তাঁর রয়েছে বটেই। তবে সে জায়গা থেকে দাঁড়িয়ে আমার কখনই মনে হয়নি, উনি সেই ভাবনাটা পোষণ করেন। খুব সাধারণভাবেই অভিনয় করা, সেটে সকলের সঙ্গে ব্যবহার করা, সহযোগিতা করা, যা যা এক অভিনেতার ভাল দিক হওয়া উচিত, সবটাই বহন করেন।

শুটিং-এর মাঝেই তো অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা, কখন পরিস্থিতি কেমন ছিল? 

হম, তখন আমাদের পুরো দমে কাজ চলছে। সমস্ত তারিখ বুক করা। সেই সময় আমার সম্ভবত কলকাতার একটা প্রজেক্টের কাজও চলছিল। হঠাৎই ফোনে একটি মেসেজ পেলাম, সমস্ত ডেট বাতিল করা হচ্ছে। প্রাথমিকভাবে বিরক্ত হয়েছিলাম, অবাক হয়ে ছিলাম, এটা কী ঘটে গেল। তারপর প্রযোজনা সংস্থা থেকে জানান হল, সুস্মিতা সেন অসুস্থ, তখন তো আর নিঃসন্দেহে কিছু বলার থাকে না। আগে শরীর।

এরপর প্রথম শট? কেমন ছিল অভিজ্ঞতা? 

অদ্ভুতভাবে আমার সঙ্গে সুস্মিতার আগে কোনও শুট ছিল না। সবটাই ছিল আমার শোলো। উনি সুস্থ হয়ে ফেরার পর আমার সঙ্গে প্রথম কাজ। আমি সেটে গিয়ে যে ভাবব, আমার সহঅভিনেতা অসুস্থ, আমায় সচেতন থাকতে হবে, বেশি সাবধানে থাকতে হবে, বিশ্বাস করুন, কোনওটাই হয়নি। ভীষণ স্বাভাবিক ছিলেন সুস্মিতা। আমার ওনাকে দেখে একবারও মনে হয়নি উনি অসুস্থ ছিলেন। ফলে খুব সুন্দরভাবে কাজটা এগিয়েছে।