Kangana Ranaut: ‘পরে কিন্তু ভীষণ পস্তাবে ‘, কোন জনপ্রিয় অভিনেতাকে সতর্কবাণী কঙ্গনার, কারণই বা কী?

Kangana Ranaut: প্রসঙ্গ টেনে এনেই কঙ্গনার বক্তব্য, এই অকপট স্বীকারোক্তির কারণে পচতাতে হবে করণকে। তিনি বলেন, "যে ভাবে তুমি তোমার সব গোপন কথা হাটে বাজারে বলে ফেলছ, পরে কিন্তু তোমাকে এই নিয়ে পচতাতে হবে।"

Kangana Ranaut: 'পরে কিন্তু ভীষণ পস্তাবে ', কোন জনপ্রিয় অভিনেতাকে সতর্কবাণী কঙ্গনার, কারণই বা কী?
কোন অভিনেতাকে সাবধান করলেন কঙ্গনা?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2022 | 3:19 PM

অভিনেতা করণবীর বোহরাকে সতর্ক করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পরে করণ পচতাবেন, এমনটাও ভবিষ্যৎবাণী তাঁর। কিন্তু ঠিক কী কারণে তিনি এমনটা বলেছেন তা বুঝতে গেলে ফিরে যেতে হবে বেশ কয়েকদিন আগে।

কঙ্গনার নতুন রিয়ালিটি শো লকআপে অংশ নিয়েছেন করণবীর। সেখানেই দিন কয়েক আগে নিজের ভরাডুবির কথা জানিয়েছিলেন করণ। জানিয়েছিলেন কীভাবে দেনার দায়ে আজ তিনি নিঃস্ব। সংসারে তিন মেয়ে-স্ত্রী…অনেক দায়িত্ব তাঁর উপর থাকলেও ভাগ্যের নিঠুর পরিহাসে আজ তিনি রিক্ত। নির্ধারিত সময়ে টাকা দিতে না পাড়ায় আদালতে তাঁর নামে মামলাও চলছে বলে জানিয়েছিলেন করণবীর।

এবার সেই প্রসঙ্গ টেনে এনেই কঙ্গনার বক্তব্য, এই অকপট স্বীকারোক্তির কারণে পচতাতে হবে করণকে। তিনি বলেন, “যে ভাবে তুমি তোমার সব গোপন কথা হাটে বাজারে বলে ফেলছ, পরে কিন্তু তোমাকে এই নিয়ে পচতাতে হবে।” প্রসঙ্গত, এর আগে করণবীর বলেছিলেন, “আমি এতটাই দেনার দায়ে জড়িয়ে গিয়েছি যে মাথা তোলার মতো অবস্থাতেও নেই। ২০১৫ থেকে আমি যা যা কাজ করছি শুধুমাত্র ধার শোধের জন্য। মাঝেমধ্যে পরিবারের কথা ভেবে মারাত্মক কষ্ট হয়। আমি ওদের কী দিচ্ছি?” তিনি যোগ করেন, “আমার জায়গায় অন্য কেউ হলে আত্মহত্যা করে নিত। এই শো আমার কাছে লাইফলাইন।”

২০০৬ সালে ভিডিয়ো জকি টিজে সিধুকে বিয়ে করেন করণবীর বোহরা। ২০১৬ সালে দুই কন্যার বাবা হন তিনি। ২০২০তে আবারও সংসারে আসে নতুন অতিথি। এই মুহূর্তে ভরা সংসার তাঁর। বেড়েছে সদস্য সংখ্যা। কিন্তু এই দেনায় দায়! তা অবজ্ঞা করার সাধ্যি কার! যদিও ক্যামেরার সামনে সব উজাড় করে ব্যক্তিগত কথা বলে দেওয়াকে সমর্থন করেননি কঙ্গনা। করণ সচেতন হন কীনা এখন সেটাই দেখার।

সন্তানের সঙ্গে করণবীর।