Lock Upp: ‘লকআপ’-এ প্রেম! মুনাওয়ার-অঞ্জলির রোম্যান্সে জোর শোরগোল
Lock Upp: মুনওয়ারকেই প্রেম প্রস্তাব অঞ্জলির। প্রকাশ্যে বললেন, 'আই লাভ ইউ'। একদিকে যেমন উঠছে লাভজিহাদ তত্ত্ব, অন্যদিকে ভক্তরা বেশ খুশি। 'মুঞ্জলি'কে একসঙ্গে এভাবে দেখে আনন্দে আত্মহারা তাঁরা।
এ যেন বিগবসেরই প্রতিচ্ছবি। কঙ্গনা রানাওয়াতের শো লকআপে এখন ভরপুর রোম্যান্স। একদিনে কমেডিয়ান মুনাওয়ার ফারুকী অন্যদিকে সোশ্যাল মিডিয়ার সেনসেশন অঞ্জলি অরোরা। এতদিন ছিলেন ‘ভাল বন্ধু’। এবার মুনওয়ারকেই প্রেম প্রস্তাব অঞ্জলির। প্রকাশ্যে বললেন, ‘আই লাভ ইউ’। একদিকে যেমন উঠছে লাভজিহাদ তত্ত্ব, অন্যদিকে ভক্তরা বেশ খুশি। ‘মুঞ্জলি’কে একসঙ্গে এভাবে দেখে আনন্দে আত্মহারা তাঁরা। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেখানেই দেখা যাচ্ছে মুখোমুখি শুয়ে গল্পে মশগুল তাঁরা। অঞ্জলি জিজ্ঞাসা করেন মুনওয়ার শো শেষ হওয়ার পর তাঁর সঙ্গে দিল্লিতে দেখা করতে আসবেন কিনা। মুনাওয়ার পাল্টা জিজ্ঞাসা করেন, তিনি আসবেন কেন? এও জানান, এতদিন অঞ্জলিকে ‘সহ্য করে’ তিনি বেশ বিরক্ত। মুনাওয়ার যে আদপে বিরক্ত নন সে কথা আন্দাজ করেই অঞ্জলিকে ফিসফিসিয়ে বলতে শোনা যায়, আই লাভ ইউ। লজ্জায় লাল হয়ে ওঠেন মুনাওয়ার।
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই একের পর এক মন্তব্য ভরেছে কমেন্ট বক্স। মুনওয়ার ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন অন্যদিকে অঞ্জলি আবার রিল ভিডিয়োতে পারদর্শী। তাই মজা করে কেউ লেখেন, “ইউটিউবার আর টিকটকার কখনও এক হতে পারে না”। আর একজনের মন্তব্য, “আমি প্রার্থনা করছি এই প্রেম যেন শুধুমাত্র টিআরপির জন্য না হয়।” কেউ কেউ আবার তাঁদের কটাক্ষও করেছেন।
শো’র শুরু থেকেই একে অপরের সঙ্গে রয়েছেন অঞ্জলি ও মুনাওয়ার। তাঁদের কেমিস্ট্রি দর্শকের বড়ই প্রিয়। কিছুদিন আগের ঘটনা। মাকে মিস করছিলেন মুনাওয়ার। এক কোণে কাঁদতেও দেখা গিয়েছিল তাঁকে। নজর এড়ায়নি অঞ্জলিরও। কেন কাঁদছেন তা কাউকে না বললেও অঞ্জলির কাছে হাউহাউ করে কেঁদে ফেলেন মুনাওয়ার। দুজনের দুজনের এতটাই ভরসার জায়গা যে বারেবারে একে অপরের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের। এই ‘আই লাভ ইউ’-এর রেশ কতদূর পৌঁছয় এখন শুধু সেটাই দেখার।
View this post on Instagram