Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malaika-Arjun Relation: শেষে বাড়িতে বসে রান্না করতে হচ্ছে মালাইকাকে? অর্জুনকে ভালবেসে এ কী হাল

Gossip: সারাদিন পর বাড়িতে গিয়ে রান্না করা? অর্জুনকে ভালবেসে এ কী হাল মালাইকার? প্রশ্ন করতেই যা উত্তর দিলেন মাল্লা।

Malaika-Arjun Relation: শেষে বাড়িতে বসে রান্না করতে হচ্ছে মালাইকাকে? অর্জুনকে ভালবেসে এ কী হাল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 25, 2023 | 1:46 PM

মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কের সমীকরণ ঠিক কেমন, তা জানার জন্য মুখিয়ে থাকেন কম বেশি সকলেই। কবে বিয়ে, এই প্রশ্নের উত্তর দিতে দিতে এক প্রকার ক্লান্ত এই জুটি। যদিও তাঁদের এই নিয়ে তেমন কোনও মাথাব্যথা নেই। দিব্যি প্রেম করছেন তাঁরা। লকডাউন থেকেই লিভইন করতে শুরু করেন। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁদের প্রতিটা পোস্ট। তবে প্রকাশ্যে সম্পর্কের রসায়ন এতটা মধুর হলেও পিছনে তাঁরা ঠিক কেমন সময় কাটায়? মালাইকার সঙ্গে ঘর করার অভিজ্ঞতাই বা কেমন? মালাইকার কথায়, তিনি বাড়িতে যতটা পারেন অর্জুকে সময় দেওয়ার চেষ্টা করেন। অর্জুন কাপুরও কাজের বাইরে অবসরে মালাইকার সঙ্গেই সময় কাটিয়ে থাকেন।

বাড়িতে মালাইকার হাতের রান্নাও খেয়ে থাকেন তিনি। মালাইকার কথায়, তিনি রীতিমত রান্না করেন। অর্জুন কাপুরের জন্য তাঁর রান্না করতে বেশ ভালই লাগে। ঠেকায় পড়ে নয়, বা করতেই হয় এমনটাও নয়, মালাইকা বিষয়টা বেশ উপভোগ করেন। তবে যদি সব ঠিকই থাকে কেন তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন না?

মালাইকা আরোরা ও অর্জুন কাপুর বলিউডে বেশ চর্চিত জুটির নাম। পর্দায় তাঁরা থাকুক বা নাই থাকুক, তাঁদের নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায় সর্বত্র বর্তমান। তাঁদের প্রেম কাহিনি সকলে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে থাকেন। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরই মালাইকা আরোরা প্রকাশ্যে এনেছে তাঁর ও অর্জুন কাপুরের সম্পর্কের খবর। তবে এখনই বিয়ে নয়, লিভইন সম্পর্কে রয়েছেন তাঁরা। বিয়ে করার ইচ্ছে রয়েছে মালাইকার, সে বিষয়ে কোন রাখঢাক ছাড়াই মুখ খোলেন অভিনেত্রী।

সম্প্রতি বিয়ে প্রসঙ্গে মালাইকা প্রথমেই জানান, বিয়ের কোনও বয়স হয় না, তাই কোনও তাড়া নেই। বর্তমানে তাঁরা প্রি-হানিমুন চুটিয়ে উপভোগ করছেন। মালাইকা আরও বলেছিলেন, ”আমরা এখন সম্পর্কের পরিণত ধাপেই রয়েছি। আরও অনেক কিছু জানার বাকি আছে। তবে আমরা একে অন্যের সঙ্গে সংসার করার বিষয় ভীষণ সিরিয়াস। আমরা অএই প্রসঙ্গে, হাসি, ঠাট্টা করি, তবে আমরা এটা নিয়ে ততটাই ভাবি। একটা সম্পর্কে তুমি সর্বদাই পজিটিভ ও স্বস্তি অনুভব করবে। আমিও তাই করি। অর্জুন আমার আত্মবিশ্বাস বাড়ায়। তবে আমার মনে হয় সবটাই সামনে তুলে আনা সঠিক নয়। প্রতিটা দিন আমরা একে অপরকে ভালবাসি, একে অপরের কাছে থাকতে চাই। আমি অর্জুনকে বলি আমি তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই। বাকিটা আমরা ঠিক করে নেব। তবে এটা আমি জানি ও আমার।”