Mouni Roy: ‘রুমালও এর চেয়ে বড় ‘, বাঙালি নায়িকা মৌনীর পোশাক দেখে তুমুল নিন্দে
Mouni Roy: উত্তরবঙ্গের মেয়ে মৌনী রায়কে কে না চেনেন? বলিউড এখন তাঁর হাতের মুঠোয়। কাজ করে ফেলেছেন হাইবাজেট ছবি 'ব্রহ্মাস্ত্র'তেও। সেই মৌনীরই সাম্প্রতিক এক ইভেন্টে পোশাক দেখে আঁতকে উঠলেন সকলে! এ কী অবস্থা নায়িকার! প্রশ্ন তুললেন তাঁরা। ধেয়ে এল একগুচ্ছ সমালোচনা। কি এমন পরেছিলেন তিনি যে এত কথা শুনতে হল মৌনীকে?

উত্তরবঙ্গের মেয়ে মৌনী রায়কে কে না চেনেন? বলিউড এখন তাঁর হাতের মুঠোয়। কাজ করে ফেলেছেন হাইবাজেট ছবি ‘ব্রহ্মাস্ত্র’তেও। সেই মৌনীরই সাম্প্রতিক এক ইভেন্টে পোশাক দেখে আঁতকে উঠলেন সকলে! এ কী অবস্থা নায়িকার! প্রশ্ন তুললেন তাঁরা। ধেয়ে এল একগুচ্ছ সমালোচনা। কি এমন পরেছিলেন তিনি যে এত কথা শুনতে হল মৌনীকে?
ব্যাকলেস এক পোশাক পরেছিলেন মৌনী। খোলা চুলে স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে হাজির হয়েছিলেন এক ইভেন্টে। ব্যাকলেসই এখন ট্রেন্ড। কিন্তু ভিডিয়ো স্পষ্টতই দেখা গিয়েছে, জামার সাইজের কারণে তা নিয়ে অস্বস্তিতেই পররে হয় মৌনীকে। এর পরেই নেটিজেনদের মন্তব্য,”এর থেকে তো আমার রুমালের সাইজও বড়।” আর একজন লেখেন, “এত ছোট জামা যদি সামলাতেই না পারেন, তবে পরেনই বা কেন?” এর আগেও বিদেশের রাস্তায় বিকিনি পরে ঘুরে বেড়ানোর জন্য ট্রোল্ড হয়েছিলেন মৌনী। যদিও সে সবে তিনি পাত্তা দেন না কোনও কালেই। বোল্ড অ্যান্ড বিউটিফুল– এই তাঁর মূলমন্ত্র।
প্রসঙ্গত, বাংলার সঙ্গেও রয়েছে মৌনীর গভীর যোগাযোগ। বাংলার প্রথম সারির নায়িকাদের সঙ্গেও রয়েছে সখ্য। সেই সখ্য অবশ্য গড়ে উঠেছে এক রিয়ালিটি শো’র হাত ধরেই। ওই শো’য়ে অতিথি বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে তাঁর। কলকাতা এলেই তাঁদের সঙ্গে পার্টিতে মেতে উঠতে দেখা গিয়েছে একাধিকবার।
View this post on Instagram





