Tolly Gossip: ‘হায়নার মতো হাসি…’, সৌরভের বিয়ের দিন অকপট স্বীকারোক্তি অনিন্দিতার
Tolly Gossip: প্রাক্তন বিয়ে করছেন... কলকাতার প্রায় অধিকাংশ তারকাই গতকাল সন্ধেবেলায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে বিলাসবহুল বিয়েবাড়িতে ছিলেন হাজির। সন্ধে হতেই সৌরভ দাস মালা পরিয়ে দিয়েছিলেন দর্শনা বণিকের গলাতেও। আর অনিন্দিতা বসু?

প্রাক্তন বিয়ে করছেন… কলকাতার প্রায় অধিকাংশ তারকাই গতকাল সন্ধেবেলায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে বিলাসবহুল বিয়েবাড়িতে ছিলেন হাজির। সন্ধে হতেই সৌরভ দাস মালা পরিয়ে দিয়েছিলেন দর্শনা বণিকের গলাতেও। আর অনিন্দিতা বসু? একটা সময় যার সঙ্গে জীবন কাটানোর অভিপ্রায় নিয়ে লিভ-ইন সম্পর্কে ছিলেন সৌরভ। গতকাল অনিন্দিতার পোস্ট জুড়ে শুধুই মজার মিম। তিনি পোষ্য ভালবাসেন। ছিল সেই নিয়ে মজার এক পোস্ট। অন্যদিকে তাঁর ‘হায়নার মতো হাসি’র কারণে নিজেকে নিয়ে নিজেই করেছিলেন মজা। লেখা ছিল, “আমি খুব জোরে জোরে হাসি। আমি জানি না মেয়েরা কী করে মুখ চেপে হাসে আমি হাসি হায়নার মতো হায়নার মতো।” হায়নার হাসি– প্রবাদ সম্পর্কে সকলেই অবগত…। প্রাক্তনের বিয়ের দিনেই নিজের হাসি নিয়ে এই ধরনের উপলব্ধি কি ইঙ্গিতবহ? প্রশ্ন উঠেই যায়। অভিনেত্রীর ইনস্টা জানান দিচ্ছে, প্রেমে বিচ্ছেদ, প্রাক্তনের বিয়ে এই সম্পর্কিত সব কিছু থেকেই নিজেকে শত যোজন সরিয়েই রেখেছিলেন অনিন্দিতা। মিডিয়ার ফোনও ধরেননি। ‘গেছে যে দিন, একেবারেই কি গিয়েছে?’– এই প্রশ্নে এখন অনিন্দিতা উত্তর হয়তো, ‘হ্যাঁ’, অন্তত তাঁর ‘সামাজিক জীবন’ আভাস দিচ্ছে এমনটাই।
ওদিকে বিয়ে হয়ে গেলেও আজও অনিন্দিতা সৌরভের পরিবার। ইনস্টাগ্রামে ‘ফ্যামিলি’ বলে যে অ্যালবাম রয়েছে ‘মন্টু’র তাতে আজও জ্বলজ্বল করছে অনিন্দিতার ছবি। রয়েছে তাঁদের নানা সময়ের ফ্রেমবন্দি মুহূর্তরা। যদিও মন্টুর মনের দর্শন বদলে গিয়েছে অনেক আগেই… নিন্দুকেরা যাই বলুক না কেন, তিনি সন্ধান পেয়ে গিয়েছেন জীবনের ‘পাইলট’এর।

নতুন উপলব্ধি অনিন্দিতার





