Poonam Pandey: ভক্তরা এই কাজটি করলেই ‘অন ক্যামেরা’ নগ্ন হওয়ার বিস্ফোরক ঘোষণা পুনমের!
Poonam Pandey: কঙ্গনা রানাওয়াতের রিয়ালিটি শো'য়ে এই মুহূর্তে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন পুনম। এই সপ্তাহে তিনি রয়েছে ডেঞ্জার জোনে। অর্থাৎ ভক্তরা যদি তাঁকে ভোট দিয়ে না বাঁচান তবে তিনি বাদ পড়বেন শো থেকে।
আবারও বিতর্কিত মন্তব্য পুনম পাণ্ডের। আবারও নগ্ন হওয়ার ঘোষণা করলেন তিনি। তবে তাঁর জন্য ভক্তদের এক শর্ত দিয়েছেন পুনম। সেই শর্ত পূরণ করলেই নাকি নিজের দেওয়া কথা রাখবেন তিনি। পুনমের এই কথায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। হচ্ছে ট্রোলিংও। তবে পুনম কিন্তু নির্বিকার।
কঙ্গনা রানাওয়াতের রিয়ালিটি শো’য়ে এই মুহূর্তে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন পুনম। এই সপ্তাহে তিনি রয়েছে ডেঞ্জার জোনে। অর্থাৎ ভক্তরা যদি তাঁকে ভোট দিয়ে না বাঁচান তবে তিনি বাদ পড়বেন শো থেকে। শো থেকে রাতারাতি বাদ পড়া এড়াতেই এই বিতর্কিত ঘোষণা করলেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, “যারা শুনছেন তাঁদের সবাইকে বলছি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি তোমাদের জন্য এক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। পুনম পাণ্ডে স্টাইলে অন ক্যামেরায় লাইভে আসব। আমায় ভোট দাও আর তারপরেই দেখো কী হয়”।
কী সারপ্রাইজ দিতে চান তিনি– সহ প্রতিযোগীরা তাঁকে এই প্রশ্ন করতেই প্রথমটায় বলতে চাননি পুনম। পরে যদিও তাঁর বিস্ফোরক বার্তা বাতিল হওয়া থেকে বেঁচে গেলে ‘কৃতজ্ঞতা’ স্বরূপ ভক্তদের জন্য নিজের পোশাক খুলে ফেলবেন তিনি। তাঁর এই কথায় চুপ হয়ে যান সহপ্রতিযোগীরা। পুনম যদিও হাসতে থাকেন। এরোটিক স্টার হিসেবে পরিচিত পুনম। তাঁর নিজস্ব অ্যাপ রয়েছে। সেই অ্যাপে নিজের নানা ধরনের প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিয়ো পোস্ট করে থাকেন তিনি। এর আগেও বহুবার ক্যামেরার সামনে পোশাক খুলেছেন তিনি। তবে এই রিয়ালিটি শো’য়ে এসে পুনম জানিয়েছিলেন নিজের ওই এরোটিক মডেলের তকমা বাইরেও যে পুনম লুকিয়ে রয়েছে সেই পুনমকেই দর্শকের সামনে তুলে ধরতে চান তিনি। সব ঠিকই ছিল, এরই মধ্যে এই ঘোষণা। পুনম ভক্তরা কি এই প্রস্তাবে সাড়া দেবেন? নিন্দা যেমন চলছে ঠিক তেমনই প্রশ্ন উঠছে শো-এর শালিনতা নিয়েও।
আরও পড়ুন- অজয়কে ছাড়তে হবে, হুমকি পেয়েছিলেন কাজল, পরকীয়া প্রসঙ্গে মুখ খুলে বিস্ফোরক অজয়