Subhashree Ganguli: কয়েকঘণ্টায় শুভশ্রীর বয়স বেড়ে ৭৫, ম্যাজিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
Viral Video: এই চ্যালেঞ্জ গ্রহণ করে যে তিনি নিজেকে আরও একবার প্রমাণ করলেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

চেহারায় নেই চেনা জেল্লা। ত্বকের প্রতিটা ভাঁজে বয়সের ছাপ স্পষ্ট। শুভশ্রী গঙ্গোপাধ্যায় যেখানে সিনেপাড়ার ডিগ্ল্যাম, সেখানে দাঁড়িয়ে তাঁর প্রতিটা লুকইভাইরাল। তবে হঠাৎ করেই পাল্টে গেল তাঁর চেনা লুক। দেখে একেবারে মনে হচ্ছে ৭৫ বছরের বৃদ্ধা। না, তেমন কোনও খামতি থাকল না এবারের লুকে। উল্টে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সোশ্যাল মিডিয়া। বাণিজ্যিক ছবি বলতে বাংলা দর্শকেরা যা বোঝেন, তেমনই ছবি একদা উপহার দিয়েছিলেন মুঠো মুঠো এই শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে অপেক্ষায় ছিলেন ছকভেঙে কিছু নতুন কাজ করে দেখাবেন। সবটাই কী রাতারাতি সম্ভব! হয়তো নয়। তাই শুভশ্রীর ক্ষেত্রেও সময় লাগল বেশ কিছুটা। তবে সুযোগ পাওয়া মাত্রই বাজিমাত করলেন অভিনেত্রী। যার মধ্যে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অন্যতম। যার লুক সামনে আসতেই মুহূর্তে ভাইরাল ছবি। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেওয়া শুভশ্রীর এই লুকের পিছনে থাকা যাদুকর হলেন সোমনাথ কুণ্ডু।
View this post on Instagram
এই মেকআপ কেবল ইন্ডাস্ট্রিতে সোমনাথবাবুই করতে পারতেন। স্পষ্টই জানিয়ে দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোনও রকমের রাখঢাক ছাড়াই প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। মুখের বলিরেখা হোক বা গোটা অঙ্কে কুঁচকে থাকা চামড়া, সবটাই যে ভীষণ যত্নের সঙ্গে করা হয়েছে তা এক প্রকার স্পষ্ট। শুভশ্রীর এই লুক সামনে আসা মাত্রই তা নজরের আসে।
View this post on Instagram
অভিনেত্রীর অভিনয়ও যে বেজায় নজর কাড়তে চলেছে, তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে টিজারে। হইচই-তে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ়। যেভানে নিজেকে সম্পূর্ণ অন্য ধাঁচে তুলে ধরতে চলেছেন অভিনেত্রী। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেওয়া এতটাও সজহ ছিল না। তবে এই চ্যালেঞ্জ গ্রহণ করে যে তিনি নিজেকে আরও একবার প্রমাণ করলেন, তা আর বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ায় নিজেই ভিডিয়ো শেয়ার করে সবটা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।





