Shiv Subrahmanyam: একমাত্র সন্তানের মৃত্যুর দু’মাসের মধ্যেই প্রয়াত জনপ্রিয় বলি অভিনেতা

Shiv Subrahmanyam: জানা যাচ্ছে সোমবার সকালেই আয়োজিত হবে শেষকৃত্য। মুম্বইয়ের আন্ধেরিতে হবে অভিনেতার শেষ কাজ।

Shiv Subrahmanyam: একমাত্র সন্তানের মৃত্যুর দু'মাসের মধ্যেই প্রয়াত জনপ্রিয় বলি অভিনেতা
প্রয়াত অভিনেতা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 12:40 PM

সন্তান শোক এখনও ফিকে হয়নি। এরই মধ্যে পরিবারে এক খারাপ খবর। প্রয়াত হলেন বলিউডের অতি পরিচিত অভিনেতা শিব কুমার সুব্রহ্মাম্যনম। টু স্টেটস ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করে যিনি মন জিতে নিয়েছিলেন দর্শকের। এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম জানান, অভিনেতা আয়েশা রাজা মিশ্র। তিনি লেখেন, “রেস্ট ইন পিস শিব। কী আর বলব। ব্যথা থেকে মুক্তি হোক, শান্তিতে ঘুমাও বন্ধু”। পরিচালক হংসল মেহতাও মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন , “খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় শিব আর নেই। মারাত্মক গুণের অধিকারী ছিলেন। ওর পরিবার বিশেষত ওর স্ত্রী দিব্যার জন্য আমার সমবেদনা রইল”।

জানা যাচ্ছে সোমবার সকালেই আয়োজিত হবে শেষকৃত্য। মুম্বইয়ের আন্ধেরিতে হবে অভিনেতার শেষ কাজ। পরিচালক বীণা সারওয়ারের এক টুইট থেকেই জানা গিয়েছে শিব ও তাঁর স্ত্রী একমাত্র সন্তাহ জাহান মাস দুয়েক আগেই জন্মদিনে ঠিক ক’দিন আগেই মস্তিষ্কের টিউমারের কারণে প্রয়াত হয়েছেন। আবারও পরিবারের এ হেন বিপর্যয়ে চিন্তায় শিব কুমারের ইন্ডাস্ট্রির বন্ধুরাও।

১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ছবি ‘পরিন্দা’র মধ্যে দিয়ে নিজের ফিল্মি কেরিয়ার শুরু করেন শিবকুমার। ‘১৯৪২, অ্যা লাভ স্টোরি’, ‘তিন পাত্তি’ ‘হাজারো খোয়াইশ অ্যাইসি’র মতো নামজাদা ছবির চিত্রনাট্যর দায়িত্বও সামলাতে দেখা গিয়েছে তাঁকে। পেয়েছেন ফিল্মফেয়ারের পুরস্কারও। এরই পাশাপাশি তিনি ছিলেন অভিনেতাও। শুধু টু স্টেটসই নয়, ‘রকি হ্যান্ডসাম’ থেকে শুরু করে ‘হিচকি’, ‘উঙ্গলি’, ‘কামিনে’, ‘স্ট্যানলি কা ডাব্বা’র মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন- কোন টলি অভিনেত্রীর মতো মেয়েকে ভবিষ্যতে দেখতে চাইতেন অভিষেক?