নীলাঞ্জনার জন্মদিন, পার্টিতে হাজির ছিলেন কারা?

সবুজ রঙা লম্বা ডিজাইনার আউটফিট। খোলা চুল। সিলভার জুতোয় ফ্যাশনেবল নীলাঞ্জনা ছিলেন পার্টির মধ্যমণি। তাঁকে শুভেচ্ছা জানাতে হঠাৎ পার্টিতে হাজির হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

নীলাঞ্জনার জন্মদিন, পার্টিতে হাজির ছিলেন কারা?
নীলাঞ্জনাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন রচনা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Feb 22, 2021 | 2:59 PM

মেনুতে সাজানো পছন্দের খাবার। রয়েছে মন পসন্দ পানীয়। রাত পার্টিতে হাজির টলি পাড়ার চেনা মুখেরা। উপলক্ষ্য নীলাঞ্জনা সেনগুপ্তের জন্মদিন। ২১ ফেব্রুয়ারির রাতে কলকাতায় ঠিক এভাবেই জন্মদিন সেলিব্রেট করলেন নীলাঞ্জনা। কাজের সূত্রে শহরের বাইরে ছিলেন যিশু। গতকাল মধ্যরাতেই শহরে ফেরেন তিনিও।

সবুজ রঙা লম্বা ডিজাইনার আউটফিট। খোলা চুল। সিলভার জুতোয় ফ্যাশনেবল নীলাঞ্জনা ছিলেন পার্টির মধ্যমণি। তাঁকে শুভেচ্ছা জানাতে হঠাৎ পার্টিতে হাজির হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের ছবি শেয়ার করে সে কথাই লিখেছেন রচনা।

রচনা হোস্ট হিসেবে নীলাঞ্জনার প্রশংসা করেছেন। পার্টিতে তাঁর পছন্দের গরম জলে মধুর ব্যবস্থাও নাকি করে দিয়েছিলেন নীলাঞ্জনা। বার্থডে গার্লকে জন্মদিনের অফুরান শুভেচ্ছা জানিয়েছেন ‘দিদি নম্বর ওয়ান’।

রচনা ছাড়াও জুন মালিয়া, জিতের স্ত্রী মোহনা, অরিন্দম শীলের স্ত্রী শুক্লা, শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া, দেবলীনা কুমারের মতো অতিথিরা হাজির ছিলেন পার্টিতে। নীলাঞ্জনার ইনস্টা হ্যান্ডেলের নাম নিনি চিনিস্ মাম্মা। অর্থাৎ নিনি এবং চিনির মা। অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করলেও পরবর্তীতে সংসার তাঁর প্রায়োরিটি হয়ে ওঠে। যিশুর সব কাজে তিনিই মুখ্য সাপোর্টার। যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে সারার অভিনয় ডেবিউ হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। তাই শুধুমাত্র যিশু নন, এখন সারার কেরিয়ারেও তিনি পাশে রয়েছেন।

আরও পড়ুন, বয়স কত? জন্মদিনে দ্বিধাহীন জানালেন অপরাজিতা আঢ্য