রক্তে ভেসে যাচ্ছেন রণবীর, ছবি দেখেই চমকে উঠলেন সকলে, তবে কি…

Ranbir Viral Picture: শোনা যাচ্ছে তিনি অ্যানিম্যাল ছবির সিক্যুয়েল নিয়েও আসতে চলেছেন। এরই মাঝে সামনে এল এ কোন ছবি? রক্তে ভেসে যাচ্ছেন রণবীর কাপুর। চোখের ভঙ্গিমায় দাপুটে চরিত্রের ধার। তবে না, এটি অ্যানিম্যাল ২ ছবির লুক নয়।

রক্তে ভেসে যাচ্ছেন রণবীর, ছবি দেখেই চমকে উঠলেন সকলে, তবে কি...
Follow Us:
| Updated on: May 31, 2024 | 6:45 PM

রণবীর কাপুর। ২০২৩ সালের শেষে যিনি বক্স অফিসে ঝড় তুলেছিলেন তাঁর অ্যানিম্যাল ছবির সুবাদে। রাতারাতি সকলের মনে জায়গা করে নিয়েছিল এই ছবি। ঝড়ের গতিতে তা ভাইরাল হয়েছিল ভক্তমনে। রণবীরের লুক সকলকে অবাক করেছিল। ছবির বিষয়বস্তু থেকে অ্যাকশন, রোম্যান্স, সবেতেই ছিল বিশেষত্বের ছাপ। তবে কোথাও গিয়ে রণবীরের লুক যেন সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল। সেই রণবীরের হাতে এখন একগুচ্ছ ছবি। বর্তমানে তিনি রামায়ণ ছবির কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি শোনা যাচ্ছে তিনি অ্যানিম্যাল ছবির সিক্যুয়েল নিয়েও আসতে চলেছেন। এরই মাঝে সামনে এল এ কোন ছবি? রক্তে ভেসে যাচ্ছেন রণবীর কাপুর। চোখের ভঙ্গিমায় দাপুটে চরিত্রের ধার। তবে না, এটি অ্যানিম্যাল ২ ছবির লুক নয়। কারণ ছবিটি প্রকাশ্যে এনেছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট হাকিম আলিম।

View this post on Instagram

A post shared by Aalim Hakim (@aalimhakim)

সোশ্যাল মিডিয়ায় রণবীরের তিনটি ছবি পোস্ট করে তিনি জানান, এই ছবি তাঁর নিজের তোলা। অ্যানিম্যাল ছবির সেট থেকে এই ছবি তুলেছিলেন তিনি। যেখানে রণবীরের তাকানো দেখে তিনিও মুগ্ধ। রণবীরের একগুচ্ছ প্রশংসাও করেন এদিন তিনি। তবে রণবীর কাপুরের এই লুক সকলকে আরও একবার তাক লাগিয়ে দিল। সকলেই অপেক্ষায় কবে আবার পর্দায় আসতে চলেছে এই ছবির সিক্যুয়েল। রণবীর কাপুর এখন বলিউডের অন্যতম স্টার। একদিকে ভক্তরা ব্রহ্মাস্ত্র ছবির সিক্যুয়েলের অপেক্ষায়, অন্যদিকে তেমনই সকলে তাকিয়ে রয়েছেন, তাঁর রামায়ণ ছবির জন্য। যার লুকও এতদিনে ভাইরাল। তবে শোনা যায়, সেই লুক ছড়িয়ে পড়ার কারণে রণবীর কাপুরের নয়া রাম লুক তৈরি করা হচ্ছে। বর্তমানে সেই ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি।