Deepika Padukone: সন্তান জন্ম নিলেই দীপিকার জীবনে আসতে চলেছে এই পরিবর্তন, ১০০ কোটি দিয়ে তৈরি হচ্ছে…

Bollywood Jodi: প্রথম থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে চলছে বিতর্ক। সন্তান জন্মের আগেই বহু বিতর্কে নাম জড়িয়েছে তাঁর ও রণবীর সিংয়ের। জন্মের আগে সন্তানের লিঙ্গ নির্ধারণ এ দেশে বেআইনি। সে আম আদমি হোক অথবা তারকা!

Deepika Padukone: সন্তান জন্ম নিলেই দীপিকার জীবনে আসতে চলেছে এই পরিবর্তন, ১০০ কোটি দিয়ে তৈরি হচ্ছে...
Follow Us:
| Updated on: Aug 29, 2024 | 9:15 PM

আর মাত্র এক মাস বাকি। আগামী মাসেই সন্তানের জন্ম দেবেন দীপিকা পাড়ুকোন। প্রথম থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে চলছে বিতর্ক। সন্তান জন্মের আগেই বহু বিতর্কে নাম জড়িয়েছে তাঁর ও রণবীর সিংয়ের। জন্মের আগে সন্তানের লিঙ্গ নির্ধারণ এ দেশে বেআইনি। সে আম আদমি হোক অথবা তারকা! তবে সেই নিয়মই কি এবার লঙ্ঘন করলেন তাঁরা? কখনও আবার সামনে আসে দীপিকা নাকি অন্তঃসত্ত্বাই নন। তবে সেই ভুল ভাঙতে খুব বেশিদিন সময় লাগেনি। কিছুদিনের মধ্যেই বেবিবাম্প নিয়ে ভাইরাল হন তিনি। দীপিকা আর পাঁচটা অভিনেত্রীর মতই সাবলীলভাবে এই সময় কাজ করে চলেছেন।

জানলে অবাক হবেন, ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দীপিকা যে চরিত্রে অভিনয় করেছেন, সেই চরিত্রটিই অন্তঃসত্ত্বাই। যে সন্তানকে তিনি বহন করেছেন ছবিতে, সে-ই কাল্কি। কাল্কির মায়ের চরিত্রে কাস্ট করা হয় রণবীর-পত্নীকে। এরপর দেখা গিয়েছে তাঁকে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনেও।

তবে এবার দিনগোনার পালা। আর মাত্র কয়েকটা সপ্তাহ। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। পাশাপাশি পাল্টাতে চলেছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর জীবনও। সন্তান জন্ম নিলে তাঁরা প্রথম নতুন বাড়িতে পা রাখবেন। যা তৈরি হচ্ছে বান্দ্রাতে। শাহরুখ খানের বাড়ি মন্নত-এর পাশেই অবস্থিত এই অ্যাপার্টমেন্ট। সন্তান নিয়ে নতুন বাড়িতেই দম্পতি পা রাখবেন বলে খবর। যে বাড়ি তৈরির মূল্য মোট ১০০ কোটি টাকা। শেষ পর্যায়ের কাজ চলছে পুরো দমে। ভাইরাল হল সেই ভিডিয়োও।