‘আমরাও হিরো হতে পারি’, ইনস্টাগ্রামে জানালেন প্রিয়াঙ্কা

নেটফ্লিক্সের (Netflix) নতুন সুপারহিরো ড্রামার ‘উই ক্যান বি হিরোজ’-এর গল্প অনেকটা এরকম। পিগি চপস মানে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এ ছবির অন্যতম মুখ।

‘আমরাও হিরো হতে পারি’, ইনস্টাগ্রামে জানালেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কার হাতে একটি ট্যাটু আছে যা কি না তাঁর বাবার হাতের লেখা অনুসারে আঁকা। ‘ড্যাজিজ লিটল গার্ল’। ২০১৩ সালে বাবা অশোক চোপড়া ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ২০১২ সালে ট্যাটুটি করান অভিনেত্রী।
Follow Us:
| Updated on: Nov 23, 2020 | 1:29 PM

Tv9 বাংলা ডিজিটাল: মা-বাবাদের অ্যালিয়েনের দল অপহরণ করেছে। তাঁদের বাঁচাতেই হবে আর বাঁচাতে হবে গোটা পৃথিবীকে। তাই ছেলেমেয়েদের প্রত্যেককে হয়ে উঠতে হবে সুপারহিরো! আদৌ কি তারা পারবে গোটা বিশ্বকে অ্যালিয়েনদের হাত থেকে বাঁচাতে? নেটফ্লিক্সের (Netflix) নতুন সুপারহিরো ড্রামার ‘উই ক্যান বি হিরোজ’-এর গল্প অনেকটা এরকম। পিগি চপস মানে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এ ছবির অন্যতম মুখ।

সম্প্রতি ছবির লুক প্রকাশ করলেন প্রিয়াঙ্কা। তবে প্রিয়াঙ্কার ‘বে-ওয়াচ’-এর ভিক্টোরিয়া লিডসের সঙ্গে ‘…হিরোজ’-এর লুকের কিন্তু কোনও মিল নেই।

ছোট চুল, সাদা শার্ট, মেরুন স্কার্টে পরিহিতা প্রিয়াঙ্কার একেবারে কর্পোরেট লুক।

নতুন বছরে পয়লা তারিখে রবার্ট রডরিগজের পরিচালনায় ‘উই ক্যান বি হিরোজ’ মুক্তি পাবে। রবার্ট এর আগে ‘স্পাই কিডস’-এর মতো ছবি পরিচালনা করেছেন। ‘উই ক্যান বি হিরোজ’-এ অভিনয় করছেন ইয়া ইয়া গসেলিন, পেড্রো পাসকাল, ক্রিশ্চিয়ান স্লেটার প্রমুখ।

আরও পড়ুন: হথোড়া ত্যাগী এবার অস্কারে

ছবি পোস্ট করে প্রিয়াঙকা ক্যাপশানে লেখেন, ‘উহুহুহুহুহু! অবশেষে প্রকাশ হল! প্রেজেন্টিং দ্য ফার্স্ট লুক ফর ‘উই ক্যান বি হিরোজ’!!! পরিচালনায় রবার্ট রডরিগজ। নতুন বছরে মুক্তি পাবে এই কিডস ক্লাসিক। রবার্ট এ ধরণের ছবি আগেও করেছে। ফিল্মে আমার এবং আসপাশের চরিত্রগুলো নিয়ে আমি ভীষণ এক্সাইটেড!’

Priyanka Chopra in We Can Be Heroes

‘উই ক্যান বি হিরোজ’-এ প্রিয়াঙ্কা চোপড়া

একাধিক কাজ নিয়ে প্রিয়াঙ্কা এখন ভীষণ ব্যস্ত। অরবিন্দ আদিগার লেখা বই থেকে অনুপ্রাণিত ‘দ্য হোয়াইট টাইগার’-এ অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ফিল্মে রয়েছেন রাজকুমার রাও। মার্কিনি অভিনেত্রী মিন্ডি কালিং এবং ড্যান গুরের সঙ্গে একটি ছবিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা।

অ্যামাজন প্রাইম-এর ছবি ‘সিটাডেল’-এ রিচার্ড ম্যাড্ডেনের বিপরীতে অভিনয় করছেন তিনি। এ ছাড়া শোনা যাচ্ছে ‘ম্যাট্রিক্স-৪’-এ দেখা যাবে তাঁকে।