‘অহংকারটা করবে কোথা থেকে!’ পরিচালকদের নিয়ে কী বললেন রাজ?
Tollywood Inside Story: রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়দের মতো জনপ্রিয় হয়ে ওঠা, দাপটের সঙ্গে কাজ করার পিছনে কোথাও গিয়ে থাকে একটাই সিক্রেট, থামলে চলবে না। ছবি দর্শক গ্রহণ করুক বা নাই করুক, চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সেই ধৈর্যের অভাবেই কি নতুন প্রজেন্মের পরিচালক সেভাবে তৈরি হচ্ছে না?
রাজ চক্রবর্তী। টলিপাড়ার সফল পরিচালক। যাঁর হাত ধরে টলিউড পেয়েছে বহু নতুন ছবি। কখনও দক্ষিণী রিমেকে সুপারহিট, কখনও আবার সাহিত্য নির্ভর গল্প, কখনও স্বাদ বদলে নিজেকে নতুন করে প্রমাণ করা। এই প্রমাণ করার কাজ তিনি আজও করে চলেছেন। নিত্য নতুন ছবি দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টায় তিনি বিরতি নেননি কখনও। সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখে ছবি বানাতে পছন্দ করেন তিনি। বাণিজ্যিক ছবির স্বাদ বদলের চেষ্টাও করে চলেছেন তিনি। রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়দের মতো জনপ্রিয় হয়ে ওঠা, দাপটের সঙ্গে কাজ করার পিছনে কোথাও গিয়ে থাকে একটাই সিক্রেট, থামলে চলবে না। ছবি দর্শক গ্রহণ করুক বা নাই করুক, চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সেই ধৈর্যের অভাবেই কি নতুন প্রজেন্মের পরিচালক সেভাবে তৈরি হচ্ছে না?
সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক রাজ চক্রবর্তী। সন্দেশ টিভির সোল কানেকশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী বলেন, ”আমি নতুন প্রজন্মের পরিচালকই দেখতে পাচ্ছি না। কোথায়? আসা উচিত। আসা উচিত এবং মাটিতে পা রেখে আসা উচিত। আসল, প্রথম কাজটা হয়তো অনেক বেশি সফল হল, তার পরের কাজ থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছে না। কেন? কারণ তাঁর সাফল্যটা তাঁর মাথা ঘুরিয়ে দিচ্ছে। এখানে সাফল্য বলে কিছু নেই। রোজ তোমায় সফল হতে হবে। তাহলেই তুমি তোমার কাজকে সঠিক জায়গায় তুলে ধরতে পারবে। সফল তোমার কাজ হতে পারে। তুমি নও। স্ট্রাগেল ছাড়া তুমি বড় হতে পারবে না। তোমাকে নতুন বিষয় পছন্দ করতে হবে, সেটাকে শুট করতে হবে। সেটাকে রিলিজ করতে হবে। সেটা মানুষকে ভাল লাগাতে হবে, না ভাল লাগলে আবার শুরুতে ফিরে আসতে হবে। তাহলে তুমি অহংকারটা করবে কোথা থেকে?”