ডিম্পল-টুইঙ্কলদের ত্যাগ করে রাতারাতি দলিল বদলান রাজেশ খান্না, সুপারস্টারের ৬০০ কোটির সম্পত্তি মালকিন এখন কে, জানেন?
স্ত্রী ডিম্পলের সঙ্গে তাঁর দাম্পত্য কলহ দিন দিন তাঁকে অবসাদে ঘিরে ফেলেছিল। তারপর একদিন অশান্তি যায় চরমে। ডিম্পলকে ত্য়াগ করেন রাজেশ খান্না। দুই মেয়ে টুইঙ্কল ও রিঙ্কিকে নিয়ে বাড়ি ছাড়েন ডিম্পল।

রাজেশ খান্না ছিলেন বলিউডের প্রথম সুপারস্টার। কেরিয়ারের প্রথম কয়েকটি ছবি ডাহা ফ্লপ হলেও, পরিচালক শক্তি সামন্তর আরাধনা ছবিতে রাজেশ বুঝিয়ে দেন, তিনি বলিউডে রাজত্ব করতে এসেছেন। আরাধনা ছবির ব্লকবাস্টার সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাজেশকে। তারপর সফর, আনন্দ, আন্দাজ, অমর প্রেম, একের পর এক ছবি জুবিলি। রাজেশ তখন, বলিউডে নাম পেলেন সুপারস্টার। ফিল্ম বিশেষজ্ঞরা বলেন, রাজেশ খান্নাই প্রথম নায়ক, যার নামের পাশে লেখা হত এই সুপারস্টার শব্দ। তবে বলিউডে তাঁর কাছের লোকেরা কাকাজি নামেই ডাকতেন। তবে ভালোবাসার সঙ্গে সঙ্গে রাজেশের ব্যক্তিগত জীবনে উঠেছিল তুমুল ঝড়। স্ত্রী ডিম্পলের সঙ্গে তাঁর দাম্পত্য কলহ দিন দিন তাঁকে অবসাদে ঘিরে ফেলেছিল। তারপর একদিন অশান্তি যায় চরমে। ডিম্পলকে ত্য়াগ করেন রাজেশ। দুই মেয়ে টুইঙ্কল ও রিঙ্কিকে নিয়ে বাড়ি ছাড়েন ডিম্পল। এই সময়ই প্রকাশ্যে আসেন রাজেশের প্রেমিকা অনিতা আডবানি। রাজেশ খান্নার শেষ জীবন ছিল খুবই কষ্টের। ঘরে শুয়ে তাঁর একেকটা দিন, যেন একেকটা বছর ছিল। রাজেশের শেষ সময়ে সঙ্গে ছিলেন অনিতাই।
দিনটা ১৮ জুলাই, ২০১২ সাল। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ভারতের প্রথম সুপারস্টার। সেই সময়ই গুঞ্জনে আসে, রাজেশ নাকি তাঁর মৃত্যর ঠিক দুমাস আগে সম্পত্তির দলিল বদলে ফেলেছিলেন। শোনা যায়, শুধু মন থেকে বা বিবাহ বন্ধন থেকে নয়। সম্পত্তি থেকেও ত্যাগ করেছিলেন ডিম্পলকে। একটা টাকা বা সম্পত্তিও ডিম্পলকে দিতে অস্বীকার করেছিলেন রাজেশ। ৬০০ কোটির সম্পত্তিটাই তিনি লিখে দেন তাঁর দুই মেয়ে টুইঙ্কল খান্না ও রিঙ্কি খান্নাকে। যার মধ্যে রয়েছে রাজেশের বিলাসবহুল বাড়ি আশীর্বাদ। যেখানে মিউজিয়াম করতে চেয়েছিলেন রাজেশ খান্না। এখান থেকেই নতুন সমস্যা শুরু। এক সাক্ষাৎকারে রাজেশের প্রেমিকা অনিতা জানান, রাজেশের শেষ জীবনটা পুরোটাই আমি তাঁকে দেখেছি। আমি তাঁর ছায়ার মতো ছিলাম। তাই এই সম্পত্তির ভাগ আমারও প্রয়োজন।
জানা যায়, অনিতা সম্পত্তির ভাগ পেতে ডিম্পল কাপাডিয়ার পরিবারের বিরুদ্ধে আদালতেও গিয়েছিলেন। অনিতা নিজেকে রাজেশের সারোগেট স্ত্রী হিসেবেই পরিচয় দিতেন। তবে অনিতার থেকে দূরত্ব বজায় রেখেছেন ডিম্পলের পরিবার। মামলার নিষ্পত্তি কিন্তু এখনও ঘটেনি। সেই হিসেবে রাজেশের ৬০০ কোটি সম্পত্তির মালকিন এখন তাঁর দুই মেয়ে টুইঙ্কল ও রিঙ্কিই।





