প্রথম সন্তান জন্মের একবছরের মধ্যে দ্বিতীয়বার বাবা হতে চবলেছেন রাম চরণ?
Ram Charan: কবে তাঁরা পরিবার নিয়ে পরিকল্পনা করবেন। যে উত্তর স্পষ্ট ছিল না ভক্তদের কাছে। কারণ উপাসনা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি মা হওয়ার জন্য প্রস্তুত নন। তবে এখন প্রশ্ন, প্রথম সন্তান জন্মের এক বছরের মধ্যেই এ কী বললেন অভিনেতার স্ত্রী?
রাম চরণ, দক্ষিণী দুনিয়ার অন্যতম সুপারস্টার। যাঁকে এখন প্যান ইন্ডিয়া অভিনেতা বললে ভুল হবে না। ভারতের সর্বত্র ছড়িয়ে তাঁর ভক্তের সংখ্যা। সেই অভিনেতাই ২০২৩ সালে দিয়েছিলেন সুখবর। বাবা হতে চলেছেন তিনি। ২০২৩ সালে প্রথম তাঁদের কোলে আসে সন্তান। তাঁর স্ত্রী উপাসনা যদিও একটা সময় স্থির করেছিলেন তিনি এখনই কোনও সন্তান নেবেন না। কিছুটা সময় হাতে রাখতে চেয়েছিলেন। তবে সবটাই পাল্টে গিয়েছিল, প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসায়। ২০১২ সালে সাত পাকে বাঁদা পড়েছিলেন তাঁরা। তবে থেকেই একাধিকবার প্রশ্ন করতে শোনা যেত ভক্তদের, কবে তাঁরা পরিবার নিয়ে পরিকল্পনা করবেন। যে উত্তর স্পষ্ট ছিল না ভক্তদের কাছে। কারণ উপাসনা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি মা হওয়ার জন্য প্রস্তুত নন। তবে এখন প্রশ্ন, প্রথম সন্তান জন্মের এক বছরের মধ্যেই এ কী বললেন অভিনেতার স্ত্রী?
সম্প্রতি এক সাক্ষাৎকারে উপাসনাকে বলতে শোনা যায়, তিনি বিন্দুমাত্র খারাপ ভাবছেন না তাঁর সিদ্ধান্ত নিয়ে। তাঁর কোনও আক্ষেপ নেই যে তিনি স্থির করেছিলেন একটু বেশি বয়সে এসে সন্তান নেবেন। তবে এখন তিনি এই বিষয় মানসিকভাবে প্রস্তু। সদ্য প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তাঁর কথায়, শরীর দিলে, ডাক্তারের অনুমতি থাকলে তিনি তিনি পরবর্তী সন্তান নিতেও তৈরি। এতেই এবার জল্পনা গেল উষ্কে, যে তবে কি এবার উপাসনা দ্বিতীয় সন্তান নিতে চলেছেন? যে প্রশ্নের উত্তর এখনই মিলছে না। তবে তাঁরা যে সেই প্রসঙ্গে ভাবনা চিন্তা করছেন, তা একপ্রকার স্পষ্ট হয়ে গেল। যদিও সুখবর কবে আসতে চলেছে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা নেই। রাম চরণ ও উপাসনা, মাধে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন।