Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কলকাতায় এসে চরম অপদস্থ রণবীর কাপুর, ‘এ কেমন ব্যবহার’!

গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতায় এসেছিলেন রণবীর কাপুর। এক ব্যক্তিগত কাজেই এই সফর তাঁর। সঙ্গে এসেছিলেন পরিচালক করণ জোহর। তবে কলকাতায় আসার পরেই যে ব্যবহারের সম্মুখীন হতে হল তাঁকে, তাতে বেজায় চটেছেন রণবীরের ভক্তরা।

কলকাতায় এসে চরম অপদস্থ রণবীর কাপুর, 'এ কেমন ব্যবহার'!
রণবীর কাপুর।
Follow Us:
| Updated on: Jan 13, 2024 | 5:27 PM

গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতায় এসেছিলেন রণবীর কাপুর। এক ব্যক্তিগত কাজেই এই সফর তাঁর। সঙ্গে এসেছিলেন পরিচালক করণ জোহর। তবে কলকাতায় আসার পরেই যে ব্যবহারের সম্মুখীন হতে হল তাঁকে, তাতে বেজায় চটেছেন রণবীরের ভক্তরা। বিমানবন্দরে প্রবেশের আগে তাঁকে ঘিরে ধরেন উপস্থিত সকলে। শুধু কি তাই? ভিডিয়োতে দেখা যাচ্ছে যাদের উপর নিরাপত্তার দায়িত্ব ন্যস্ত, সেই নিরাপত্তারক্ষীরা পর্যন্ত তাঁকে রক্ষা করার বদলে তাঁর থেকে সই সংগ্রহ করতে, ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। একটা পর্যায়ে কার্যত বিরক্ত হতে দেখা যায় রণবীরকে। কোনওক্রমে বিমানবন্দে পৌঁছেও সেই একই অবস্থা। সেখানকার কর্মীরাও সেলফি তুলতে ব্যস্ত। এই ঘটনা সামনে আসতেই বেজায় চটেছেন রণবীরের ভক্তরা। তাঁদের একটাই বক্তব্য, “আতিথেয়তার এই কী উদাহরণ? কেন এমন ব্যবহার?” অনেকেই আবার রণবীরের নিরাপত্তার কথা ভেবেও হয়ে পড়েছেন চিন্তিত। যেভাবে নিরাপত্তাহীন ভাবে তিনি পৌঁছেছিলেন বিমানবন্দরে বড় বিপদ হয়ে যেত পারত বলেই মনে করেছেন অনেকে। যদিও রণবীর এই ব্যবহার নিয়ে মুখ খোলেননি। কিন্তু ভক্তদের রাগ সামলানো যে দায়!

প্রসঙ্গত,কিছু দিন আগেই বক্স অফিসে তুমুল সাফল্য এনেছে রণবীরের ছবি ‘অ্যানিম্যাল’। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ওই ছবি নিয়ে কম বিতর্কও হয়নি। ওদিকে আবার গত বছর বড় দিনেই প্রথম বার মেয়ে রাহাকে পাপারাৎজির সামনে এনেছেন রণবীর ও আলিয়া ভাট। আগামী দিনে বেশ কিছু প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। রামায়ণের অভিনয় করতে দেখা যাবে তাঁকে।