ষোলো বছর থেকে জার্নি শুরু হয়েছে, স্ট্রাগল চলছে এখনও: রানি মুখোপাধ্যায়
রানির কথায়, “১৬ বছর থেকে এখনও থামেনি। সেই স্ট্রাগল এখনও চলছে। এখনও অনেক কিছু পাওয়ার বাকি আছে। যত আলাদা আলাদা পরিচালকের সঙ্গে কাজ করি তত নতুন কিছু শিখতে পারি। আমি আশা করছি গত ২৫ বছরের মতো আগামী ২৫ বছরও যেন এভাবেই ফ্যানেদের ভালবাসা আমি পাই।”
২১ মার্চ ৪২ বছর পূর্ণ করবেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। তার আগে ইনস্টাগ্রামে এক লাইভ সেশনের মাধ্যমে মনের ঝাঁপি খুললেন অভিনেত্রী। শেয়ার করলেন ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর কাটানোর অভিজ্ঞতা। রানির কথায়, সেই যে ১৯৯৬ সালে বিয়ের ফুল ছবির মধ্য দিয়ে তাঁর ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছিল, সেই যাত্রা এখনও অব্যাহত।
রানির কথায়, “১৬ বছর থেকে এখনও থামেনি। সেই স্ট্রাগল এখনও চলছে। এখনও অনেক কিছু পাওয়ার বাকি আছে। যত আলাদা আলাদা পরিচালকের সঙ্গে কাজ করি তত নতুন কিছু শিখতে পারি। আমি আশা করছি গত ২৫ বছরের মতো আগামী ২৫ বছরও যেন এভাবেই ফ্যানেদের ভালবাসা আমি পাই।” রানির হাতে রয়েছে একগুচ্ছ কাজ। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘বান্টি অউর বাবলি’ রিমেকে অভিনয় করছেন তিনি। ছবিতে দেখা যাবে সইফ আলি খানকেও। এ ছাড়াও থাকবেন সিদ্ধার্থ চতুর্বেদীও।
সেই শুটের অভিজ্ঞতাও এ দিন শেয়ার করেন রানি। এক ভক্ত রানিকে জিজ্ঞাসা করেন, রানির সুপারহিট ছবি ‘মরদানি’র রিমেক হবে কিনা? উত্তরে রানি জানান, না, ভক্তরা মরদানি ৩ আপাতত দেখতে পারবেন না আর। আর সইফের সঙ্গে আবারও কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে রানি জানান, তৈমুর এবং আদিরাকে নিয়েই দু’জনের কথা হতো সেটে। সময় বদলেছে। বদলেছে দুই বন্ধুর কথা বলার টপিকও। মধ্যবয়সে এসে এখন তাঁদের আলোচনা জুড়ে শুধুই সংসার-সন্তান।
View this post on Instagram