যদি সম্পর্ক টক্সিক হয়ে যায় তবে আলাদা পথে যাওয়াই ভাল: অধ্যয়ন সুমন

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কঙ্গনার প্রাক্তন অধ্যয়ন সুমন। জানালেন জীবনে অনেক কিছু সহ্য করেছেন তিনি। কিছুই এখন তাঁর উপর আর প্রভাব ফেলে না। এক সাক্ষাৎকারে অকপট অভিনেতা। কঙ্গনা রানাওয়াতে পর অভিনেত্রী মায়েরা মিশ্রর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অধ্যয়ন। কিন্তু সেই সম্পর্কও সুখের হয়নি। কেন মায়েরার সঙ্গেও বিচ্ছেদ হল তাঁর? অধ্যয়নের কথায়, “হ্যাঁ অবশ্যই ওকে ভালবাসতাম। সবার […]

যদি সম্পর্ক টক্সিক হয়ে যায় তবে আলাদা পথে যাওয়াই ভাল: অধ্যয়ন সুমন
অধ্যয়ন-মায়েরা।
Follow Us:
| Updated on: Mar 20, 2021 | 11:12 PM

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কঙ্গনার প্রাক্তন অধ্যয়ন সুমন। জানালেন জীবনে অনেক কিছু সহ্য করেছেন তিনি। কিছুই এখন তাঁর উপর আর প্রভাব ফেলে না। এক সাক্ষাৎকারে অকপট অভিনেতা।

কঙ্গনা রানাওয়াতে পর অভিনেত্রী মায়েরা মিশ্রর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অধ্যয়ন। কিন্তু সেই সম্পর্কও সুখের হয়নি। কেন মায়েরার সঙ্গেও বিচ্ছেদ হল তাঁর? অধ্যয়নের কথায়, “হ্যাঁ অবশ্যই ওকে ভালবাসতাম। সবার ব্রেকআপের ধরন আলাদা হয়। আমার ক্ষেত্রেও তাই। আমি ওর সিদ্ধান্তকে সম্মান জানাই। ও আমায় নিয়ে যা যা বলেছে সে কথাও আমি শুনেছি। ফেয়ার অ্যান্ড ফাইন। আমার মনে হয় না আর কিছু বলে এই বিতর্কে ফুয়েল যোগ করার কোনও মানে আছে।এর কোনও মানে হয় না।”

এর আগে বিচ্ছেদ প্রসঙ্গে মিডিয়ার সামনে মুখ খুলেছিলেন মায়েরা। অধ্য্য়ন সম্পর্কে তিনি বলেছিলেন, “আমাদের মধ্যে সব নষ্ট হয়ে গিয়েছিল। যে মানুষটাকে ভালবেসেছিলাম যখন লিভ ইন করতে শুরু করলাম দেখি মানুষটাই আলাদা।” মায়েরার ওই কথার প্রসঙ্গে অধ্যয়নের মন্তব্য, “যদি সম্পর্ক টক্সিক হয়ে যায় তবে আলাদা পথে যাওয়াই ভাল”।

View this post on Instagram

A post shared by TINKA SINGH (@adhyayansuman)

অধ্যয়ন জানান, আপাতত নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। এমন কিছু অর্জন করতে চান যাতে বাবা-মাও তাঁর জন্য গর্ব অনুভব করেন। তাঁর কথায়, “আপাতত নিজেকে আবিষ্কারের পথ খুঁজছি আমি। এই যাত্রায় মানুষ আসবে যাবে… যারা থাকার তাঁরা ঠিক থাকবে।”