কখন টয়লট যাচ্ছি, কখন খেতে যাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তা ঘোষণা করি না: জন আব্রাহাম

ইনস্টাগ্রাম বলছে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা আশি লক্ষ আশি হাজার। অথচ তিনি অনুসরণ করছেন মাত্র নয় জনকে। ইনস্টাগ্রামেও প্রতিদিন পোস্ট দেখা যায় না তাঁর। তিনি অর্থাৎ জন আব্রাহাম। সোশ্যাল মিডিয়ায় কেন তাঁর অনুপস্থিতি এত কম? জনের কথায়, তাঁর ব্যক্তিগত জীবনে কী হচ্ছে কী হচ্ছে না, তার খুঁটিনাটি বিবরণ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পক্ষপাতি তিনি নন। […]

কখন টয়লট যাচ্ছি, কখন খেতে যাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তা ঘোষণা করি না: জন আব্রাহাম
জন আব্রাহাম।
Follow Us:
| Updated on: Mar 20, 2021 | 10:37 PM

ইনস্টাগ্রাম বলছে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা আশি লক্ষ আশি হাজার। অথচ তিনি অনুসরণ করছেন মাত্র নয় জনকে। ইনস্টাগ্রামেও প্রতিদিন পোস্ট দেখা যায় না তাঁর। তিনি অর্থাৎ জন আব্রাহাম। সোশ্যাল মিডিয়ায় কেন তাঁর অনুপস্থিতি এত কম? জনের কথায়, তাঁর ব্যক্তিগত জীবনে কী হচ্ছে কী হচ্ছে না, তার খুঁটিনাটি বিবরণ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পক্ষপাতি তিনি নন।

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জন বলেন, “বলিউডে যোগ দেওয়ার আগে আমি একজন মিডিয়া প্ল্যানার ছিলাম। সোশ্যাল মিডিয়ার ক্ষমতা সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল। যদি আমার ছবির ব্যাপারে কিছু ঘোষণা করার হয় আমি অবশ্যই সোশ্যাল মিডিয়াকে বেশি গুরুত্ব দেব। কিন্তু ব্যক্তিগত ছবি শেয়ার করার ক্ষেত্রে নিজেকে গুটিয়ে নেব।” জন আরও যোগ করেন, “আমি বেশি কথা বলা পছন্দ করিনা। কদাচিৎ হয়তো নিজের ছবি পোস্ট করি আমি। কখন টয়লট যাচ্ছি, কখন খেতে যাচ্ছি তা ঘোষণা করিনা সামাজিক মাধ্যমে।”

শুক্রবারই মুক্তি পেয়েছে জনের ছবি ‘মুম্বই সাগা’। ছবিতে রয়েছেন ইমরান হাসমিও। জনের ইনস্টাগ্রাম ঘাঁটলেই দেখা যায় ইনস্টাগ্রামে রয়েছে সেই ছবির প্রচারের পোস্ট। অথচ দিন কয়েক আগে বালিশ ঢাকা এক সেমি ন্যুড ছবি দিয়ে আচমকাই বিতর্কের শিরোনামে এসেছিলেন অভিনেতা। সে প্রসঙ্গে জন বলেন, “এটা খুবই ক্যাজুয়াল একটা ছবি। আমি পোজও দিচ্ছিলাম না। একেবারেই ক্যানডিড, আমার মনে হয় মানুষ গুছিয়ে তোলা ছবির থেকে ক্যানডিড ছবি বেশি পছন্দ করেন। যদি ছবিটি দেখেন সেখানে অনেক সারল্য রয়েছে।”

সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে সেলেব থেকে সাধারণ সবাই ব্যস্ত ইনস্টাগ্রাম-ফেসবুকে, সেখানে জনের এই মন্তব্য কি বিতর্কের সৃষ্টি করবে? তা অবশ্য বলবে সময়।