আপনাকে একটি প্রশ্ন করেছেন সৃজিত, দেখুন তো উত্তর জানেন কি না
একটি বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বাড়ির পাশেই একটা ঝাঁকড়া গাছ। কিন্তু সব কিছুর মধ্যেও এ বাড়ির অন্য গল্প রয়েছে।
ভাঙাচোরা একটি বাড়ি। লালচে ইঁটে ইতিহাসের গন্ধ। বাড়ির গা দিয়ে সিঁড়ি উঠে গিয়েছে। উপরের তলায় সারি সারি ঘর। জানলা, দরজায় লেগে পুরনো স্মৃতি। জীর্ণ বাড়িটির দেওয়াল ফুঁড়ে বেরিয়েছে অশ্বথ্থ গাছ। দেখেই বোঝা যাচ্ছে, এ বাড়িতে আর হয়তো মানুষের বাস নেই।
ঠিক এমনই একটি বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। বাড়ির পাশেই একটা ঝাঁকড়া গাছ। কিন্তু সব কিছুর মধ্যেও এ বাড়ির অন্য গল্প রয়েছে। তা বোঝা যাচ্ছে সৃজিতের পোস্টেই।
সৃজিত লিখেছেন, ‘কুইজ টাইম। কোন আইকনিক বাংলা ছবির শুটিং এখানে হয়েছিল?’ এ প্রশ্ন সৃজিত রেখেছেন দর্শকের জন্য। কিন্তু বাড়িটি কোথায়, ভারতে নাকি বাংলাদেশে, নাকি অন্য কোথাও, তার সম্পর্কে কোনও তথ্য পরিচালক দেননি।
View this post on Instagram
সৃজিতের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেউ লিখেছেন, সৃজিত পরিচালিত ‘জুলফিকার’। পরিচালক রাজর্ষি দে-র মতো সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব লিখেছেন, ‘বসন্ত বিলাপ’। যদিও সঠিক উত্তর কী, তা এখনও জানাননি সৃজিত।
সবথেকে বড় কথা, এই বাড়িকে ঘিরে সৃজিত নিজের কোনও ছবির পরিকল্পনা করছেন কি না, তাও স্পষ্ট করেননি। সব মিলিয়ে প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছেন দর্শক। আপনার কোনও অনুমান থাকলে, অথবা উত্তর জানা থাকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনিও পরিচালককে জানাতে পারেন।
আরও পড়ুন, বিকিনি পরে সাঁতার, বিশেষ দিনের ছবি শেয়ার করলেন আলিয়া