‘শেষে কি না উরফি?’ নাচের মঞ্চে ভাইরাল গার্লকে দেখে প্রশ্নের মুখে রেমো
Urofi Javed: প্রথম থেকেই সাফ জানিয়েছিলেন তাঁর পোশাক দেখে যদি কেউ মনে করেন, তিনি 'এই' ধরনের চরিত্রে অভিনয় করবেন তবে তাঁরা ভুল করছেন। তবে থেমে থাকেননি উরফি। দাপটের সঙ্গে কাজ করছেন এখন টেলিদুনিয়ায়।
উরফযি জাভেদ, ধীরে ধীরে এখন তিনি উঠে আসছেন লাইম লাইটে। ঠিক যে জীবনটা একটা সময় তিনি চেয়েছিলেন। ‘আজব পোশাক’-এ বারবার চর্চার কেন্দ্রে উঠে আসা ভাইরাল কুইন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ভিউ কামালেও তিনি একটা সময় প্রকাশ্যএই বলে দিয়েছিলেন এই দিয়ে সংসার চলে না। পেট ভরে না। তিনি চেয়েছিলেন অভিনয় জগতে প্রতিষ্ঠিত হতে। প্রস্তাব পেয়েছিলেন বেশ কয়েকটা। তবে তা খুব একটা সুবিধের হয়নি। তিনি প্রথম থেকেই সাফ জানিয়েছিলেন তাঁর পোশাক দেখে যদি কেউ মনে করেন, তিনি এই ধরনের চরিত্রে অভিনয় করবেন তবে তাঁরা ভুল করছেন। যদিও ‘এই’ ধরনকে উরফি খুব একটা বিস্তারে প্রকাশ্যে আনেননি।
তবে ইন্ডাস্ট্রির একশ্রেণির মত, তিনি যে ছবির প্রস্তাব পেয়েছিলেন, তা কোনও ঘনিষ্ঠ দৃশ্য বা খোলামেলা পোশাকে কোনও দৃশ্যেরই হবে। যা নিয়ে প্রকাশ্যে আলোচনা করেননি উরফি। তবে অপেক্ষা থেমে থাকেনি। এখন সেই উরফির জনপ্রিয়তা বেশ বেড়ে গিয়েছে। বিভিন্ন রিয়্যাটিলি শো থেকে আসছে তাঁর ডাক। এবার ডান্স প্লাস প্রো থেকে ডাক পেলেন উরফি। তাতেই এবার বেজায় খেপে গেলেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই কটাক্ষের শিকার করিওগ্রাফার রেমো ডিসুজা। যে মঞ্চে তিনি রয়েছে, যেখানে তিনি বহু বিদেশের বড়বড় স্টারদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছেন, আজ সেই মঞ্চে উরফি, মেনে নিতে পারছেন না ভক্তরা। এক নেটিজ়েন লিখলেন, ‘হঠাৎ কী হল ডান্স প্লাস-এর?’ কেউ আবার আক্ষেপ করে লিখলেন, ‘একটা সময় ছিল, যখন রেমো বিদেশের নৃত্য শিল্পীদের ডেকে পাঠাতেন। এবার ডান্স প্লাস প্রোতে উরফি?’
View this post on Instagram
যদিও ট্রোলিং-এ খুব একটা নজর দিতে রাজি নন তিনি। বরাবরই ট্রোলারদের কটাক্ষকে এড়িয়েই এসেছেন তিনি। তাঁর জনপ্রিয়তা, তাঁকে নিয়ে চর্চার পিছনে ট্রোলারদের অবদানও রয়েছে বলেও ঠাট্টা করে একবার উরফিকে বলতে শোনা যায়।