‘এবিসিডি-৩’ শুরু করছেন রেমো, মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কে?
‘এবিসিডি’-তে অভিনয়ের জন্য রেমো আজীবন প্রভুদেবার কাছে কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন। এই ছবি দেখার পর দর্শক বলেননি, ‘নাচগুলো খুব ভাল’। বরং বলেছিলেন, ‘এটা একটা ভাল ছবি।’
কোরিওগ্রাফার হিসেবেই দীর্ঘদিন তাঁকে চিনত বলিউড (bollywood)। কিন্তু ২০১৩- থেকে সেই পরিচয়ের পাশাপাশি যোগ হয় আরও এক পরিচিতি। তাঁকে পরিচালক হিসেবেও চিনতে শুরু করে ইন্ডাস্ট্রি। তিনি অর্থাৎ রেমো ডি’সুজা (Remo D’Souza)। ২০১৩-র ৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ‘এবিসিডি’। সে ছবির পরিচালনার দায়িত্ব ছিল রেমোর। এরপর ২০১৫-তে ওই একই ছবির ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কপূর। প্রথম ছবি মুক্তির আট বছর পর এবার দর্শকের জন্য সারপ্রাইজ রেখেছেন রেমো।
দিন কয়েক আগেই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রেমোকে। হার্ট অ্যাটাকের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। সে সময় সলমন খান সহ বলি মহলের বহু তারকা রেমোর পাশে দাঁড়িয়েছিলেন। কিছুদিন হল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফের নতুন উদ্যোমে কাজ শুরু করতে চান তিনি। সেই ভাবনা থেকেই ‘এবিসিডি-৩’-এর কথা ঘোষণা করলেন। খুব তাড়াতাড়িই এই ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন, সাঁঝের বাতির ৫০০ পর্বের পর নতুন চমক আসছে: রিজওয়ান রব্বানি শেখ
সদ্য এক সাক্ষাৎকারে রেমো বলেন, “এবিসিডি সিরিজের তৃতীয় পার্টের প্ল্যান করছি। এখন চিত্রনাট্যের উপর কাজ চলছে। খুব তাড়াতাড়ি পুরোটা ঘোষণা করব। কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে কোনও একজন নৃত্যশিল্পী থাকবেন, এটুকু বলতে পারি।”
‘এবিসিডি’-তে অভিনয়ের জন্য রেমো আজীবন প্রভুদেবার কাছে কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন। এই ছবি দেখার পর দর্শক বলেননি, ‘নাচগুলো খুব ভাল’। বরং বলেছিলেন, ‘এটা একটা ভাল ছবি।’ রেমো জানিয়েছেন, এটাই তাঁর পাওনা। সুস্থ হয়ে কাজে ফিরতে পেরে সত্যিই খুশি তিনি। রেমোর কথায়, “আমি খুব ভাগ্যবান, এত মানুষ আমার জন্য প্রার্থনা করেছিলেন। সকলকে ধন্যবাদ। নতুন ঘোষণা তো হবেই, প্রোডাকশনেরও অনেক কাজ চলছে। সুস্থ হয়ে সবটাই আমি করতে পারছি।”
আরও পড়ুন, শ্বশুরবাড়িতে প্রথম দিন, শাশুড়ি মায়ের কোলে বসিয়ে বরণ হল তৃণার