উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে প্রবল জলোচ্ছ্বাস, পাশে দাঁড়াল বলিউড
উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে চামোলি জেলার অনেকটা। ভয়াভয় অবস্থা উত্তরাখণ্ডবাসীর। তবে বলিউডের তারকারা পাশে দাঁড়িয়েছেন। উত্তরাখণ্ডবাসীদের জন্য প্রার্থনা জানিয়ে তারকারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে চামোলি জেলার অনেকটা। প্রায় ১৫০ জন মানুষ নিঁখোজ। নন্দাদেবীর হিমবাহ ফেটে অলকনন্দা নদীর ঋষিগঙ্গা ড্যাম ভেঙে পড়েছে। গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। প্রকৃতির ধ্বংসলীলায় তছনছ হয়ে গিয়েছে উত্তরাখণ্ড। শেষ পাওয়া খবর থেকে জানা গিয়েছে ১৭০ জন মানুষ নিঁখোজ। মৃত ৮ জন। উত্তরাখণ্ডবাসীর ভয়াভয় অবস্থা। তবে বলিউডের তারকারা পাশে দাঁড়িয়েছেন। উত্তরাখণ্ডবাসীদের জন্য প্রার্থনা জানিয়ে তারকারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
করিনা কাপুর খান, সারা আলি খান, নীতু কাপুুর, সোনু সুদ, ভূমি পেডনেকর, শ্রদ্ধা কাপুর এবং আরও অনেকেই সোশ্যাল মিডিয়ায় উত্তরাখণ্ডবাসীদের জন্য প্রার্থনা জানিয়েছেন। তাঁদের সুরক্ষার জন্য আর্জি জানিয়েছেন। করিনা কাপুর যেমন লিখেছেন “এলাকাবাসীর সুরক্ষা এবং ভালর জন্য প্রার্থনা করছি।” নীতু কাপুর লিখেছেন “হিমবাহ ফেটে জলোচ্ছ্বাসের খবর শুনে খুব খারাপ লাগছে। প্রার্থনা করছি এলাকাবাসীদের জন্য।” সারা লিখেছেন “চামোলির মানুষদের জন্য প্রার্থনা করছি। আশা করছি যাঁরা নিঁখোজ, তাঁরা খুব শীঘ্রই বাড়িতে ফিরে যেতে পারবেন। যাঁরা উদ্ধার করছেন, আর যাঁদের সবকিছু ভেসে গিয়েছে সবার মনে শক্তি আসুক।” এ আর রহমানও প্রার্থনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভূমি লিখেছেন “এলাকাবাসীর সমস্ত পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি। আশা করব যাঁরা রিস্ক জোনে আছেন, তাঁদের জন্য সমস্ত সুরক্ষার ব্যবস্থা করা হবে।”
প্রকৃতির ধ্বংসলীলার কাছে মানুষ অসহায়। তবু বলিউড তারকাদের এইভাবে পাশে দাঁড়ানোটা প্রংশসার যোগ্য।
আরও পড়ুন: ব্যর্থতা সামলাবেন কীভাবে? পরামর্শ দিলেন প্রিয়াঙ্কা চোপড়া