Exclusive: ‘নিজেকে মিথ্যুক মনে হচ্ছে’, কেন এমন বললেন ঋত্বিকা?

Rittika Sen: টলিপাড়ার নামী প্রযোজনা সংস্থা একটা হিন্দি ধারাবাহিক তৈরির কাজে হাত দিয়েছে। দুর্গাপুজোর পর শহরে সেই ধারাবাহিকের শুটিং শুরু হবে। এই ধারাবাহিকের সঙ্গে ভূতের যোগ রয়েছে, এমন শোনা যাচ্ছে।

Exclusive: ‘নিজেকে মিথ্যুক মনে হচ্ছে’, কেন এমন বললেন ঋত্বিকা?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2024 | 11:41 AM

ভাস্বতী ঘোষ 

হিন্দি ধারাবাহিকে দেখা যাবে কি ঋত্বিকা সেন-কে? গত এক মাস নায়িকা রয়েছেন ট্রমার মধ্যে। আরজি কর কাণ্ড তাঁর কাছে হতাশাজনক। TV9 বাংলা-র কাছে মন খুললেন অভিনেত্রী।

টলিপাড়ার নামী প্রযোজনা সংস্থা একটা হিন্দি ধারাবাহিক তৈরির কাজে হাত দিয়েছে। দুর্গাপুজোর পর শহরে সেই ধারাবাহিকের শুটিং শুরু হবে। এই ধারাবাহিকের সঙ্গে ভূতের যোগ রয়েছে, এমন শোনা যাচ্ছে। ঋত্বিকা কি ধারাবাহিকটা করছেন? ‘আমার কাছে প্রস্তাব এসেছে। যে কোনও ভালো কাজ আমি করতে চাই। এটাও করার জন্য এক্সাইটেড। তবে বিষয়টা চূড়ান্ত হয়নি’, বললেন অভিনেত্রী। ১০০ এপিসোডের এই হিন্দি ধারাবাহিক, এমনই শোনা যাচ্ছে। সম্প্রতি কাজে একটা বিরতি নিয়েছিলেন ঋত্বিকা। নায়িকা খোলসা করলেন, ‘আরজি কর কাণ্ডের পর থেকে ট্রমার মধ্যে আছি। কাজের জায়গায় একজন মেয়ের সঙ্গে যৌন হেনস্থা হয়েছে, সেটা হজম করতে পারিনি। আমিও রাতে শুটিং সেরে ফিরি। সব সময় কি আমাদের সঙ্গে নিরাপত্তারক্ষীরা থাকেন? জানেন, আমার এমন ট্রমা হয়েছিল, আরজি কর কাণ্ডের পরপর দু’টো কাজ ছেড়েছি। বাবা-মা বললেন, মন না চাইলে, যাতে কাজ না করি। তবে কিছুটা সময় চলে যাওয়ায় এখন মনে হচ্ছে, কাজ তো শুরু করতে হবে।’

ঋত্বিকার দাবি, তাঁর নিজেকে মিথ্যুক মনে হচ্ছে। অভিনেত্রীর কথায়, ‘এই ঘটনা যখন ঘটে আমি হায়দরাবাদে শুটিং করছিলাম।যেহেতু দক্ষিণী ছবিতে কাজ করি নিয়মিত, ওখানে গিয়ে বলতাম, আমার শহর কলকাতা মেয়েদের জন্য সুরক্ষিত। কিন্তু আরজি কর কাণ্ডের পর নিজেকে মিথ্যুক মনে হল। শহরটা কি সত্যিই মেয়েদের জন্য সুরক্ষিত? তারপর থেকে মন ভেঙে গিয়েছে আমার’। কাজে ফিরলেও উৎসবে ফেরাতে যে মন নেই নায়িকার, কথা বলে বোঝা গেল। তিনি বলছেন, ‘দুর্গাপুজো হবে। কিন্তু এমন কেউ নেই, যাঁর অঞ্জলি দেওয়ার সময়ে একটা বার তিলোত্তমার কথা মনে পড়বে না। তখন আমাদের অসহায় লাগবে। হতাশ লাগবে। এটুকুই চাইব, আগামী দিনে আর যেন এমন কাণ্ড না হয়’।

ঋত্বিকা সেনের পাশাপাশি অভিনেতা সোহম মজুমদারের কাছে প্রস্তাব গিয়েছে এই ধারাবাহিকে কাজের জন্য। শেষ পর্যন্ত কোন-কোন তারকা এই হিন্দি ধারাবাহিকটা করবেন, সেদিকে নজর টলিউড-বলিউডের।